পিনাকী মজুমদার : প্রকাশক, দেব সাহিত্য পরিষদ, কলকাতা, ৩০ আগস্ট, ২০২৪। আজ সময়টা বড্ড উত্তাল। রাজ্যবাসী একটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছে। আমাদের মধ্যে ঘনিয়ে এসেছে অন্ধকার। সকলের মনই চূড়ান্ত বিষাদগ্রস্ত। এই সময় বিচার চেয়ে লড়াই করার সময়।কিন্তু খালি পেটে তো লড়াই করা চলে না। তাই জীবিকার খাতিরে আমাদের কাজে নামতেই হবে। এই কাজই আমাদের শক্তি দেবে। বাঁচিয়ে রাখবে সকলকে, আমাদের সঙ্গে জড়িয়ে আরো অনেকগুলো মানুষ সংসার, অন্নের সংস্থান। তাই আমরা আজ শুক্রবার থেকে কাজে ফিরছি নন্দন- বাংলা আকাডেমি প্রাঙ্গণ চত্বরে শারদ বই পার্বণে।আমাদের স্টল নং ১৪। দেব সাহিত্য পরিষদ আপনাদের অপেক্ষায় থাকবে।
এর মানে কিন্তু এই নয় যে আমরা ভুলে যাব আমাদের বোনের বিচার চাইতে। ভুলব না ভুলতে দেব না। কাজের সঙ্গে সঙ্গে আমরা যেন লড়াই করার শক্তি অর্জন করি। আমরা বিশ্বাস করি অন্ধকার কেটে গিয়ে আলো আসবেই। ৩০ আগস্ট শুরু হওয়া শারদ বই পার্বন চলবে ৬ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত।
*ছবিটি শুধুমাত্র দৃষ্টি আর্কষণের জন্য।*
ছবি সৌজন্যে – মেটা এ আই।
Be First to Comment