Press "Enter" to skip to content

নদীয়ার আজাহার ফকির অমর মেলা….।

Spread the love

অশোক দে : নদীয়া, ২৮ ফেব্রুয়ারি, ২০২২। ৯৬ তম আজাহার ফকির অমর মেলা গোড়ভাঙ্গা, নদীয়ায় (১৯-২৩ ফেব্রুয়ারি) শুভ সূচনা হল মনসুর ফকিরের শ্রদ্ধাঞ্জলিতে : ভিখারী সেজেছি গৌর তোমার দ্বারে। সাধক আজাহার ফকির ছিলেন লালন শাহ-র দর্শন অনুসারী একজন সংগীত রচয়িতা। আজীবন জনহিতকর কাজে নিয়োজিত ছিলেন। তাঁর এই জন্মদিন  উদযাপনে। উপস্থিত ছিলেন সাংসদ মহুয়া মৈত্র, বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, জেলা সভাধিপতি জয়ন্ত সাহা সহ বিশিষ্টজন।

একুশে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর প্রমুখ শহীদদের আত্মবলিদান ও তার তাৎপর্য ব্যাখ্যার সঙ্গে সঙ্গে গীতি-আলেখ্য। অংশ নেন হিয়া, রাম, অমর্ত্য, প্রিয়াঙ্কা, পিয়াসরা (মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এক সাগর রক্তের বিনিময়ে)। আর শেষ দিন ছিল শিশুদের নাচ, আবৃত্তি ও নাটকের আসর। চোখে পড়ে তমন্না, রিমি, পুতুল, মনোজদের। পাঁচ দিনের এই মানব মেলার উল্লেখ্য শিল্পীরা ছিলেন পিয়াস, শিশির ও প্রিয়াঙ্কা ফকির, পিঙ্কি, নূর আলম, আক্কাশ ফকির, উত্তরা বৈদ্য, আমিরুল ফকির, প্রমিলা বিশ্বাস, পৃথা চট্টোপাধ্যায়, মৌটুসী ধর, প্রিয়াঙ্কা সোনিয়া,আসুরা বেগম প্রমুখ।

সহযোগী শিল্পীরা হলেন ভুট্টা (বাংলা ঢোল), জয়নাল আবেদিন (হারমোনিয়াম), সুকেশ বিশ্বাস, কানাই মন্ডল(বাঁশি), শাহ আলম (দোতারা), লালচাঁদ ফকির (হ্যান্ড ডাফলি) ও আরো অনেকে। অনেক কর্মব্যস্ততা সামলেও উৎসবের শুরু থেকে শেষ অবধি প্রতিদিন উপস্থিত থেকে সাংসদ মহুয়া মৈত্র শিল্পীদের উৎসাহ দিয়ে গেছেন।

More from CultureMore posts in Culture »
More from EntertainmentMore posts in Entertainment »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.