*অমিক্রনের বিস্তার ঠেকাতে নিজের বিয়ে বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী*
বাবলু ভট্টাচার্য : নতুন কোভিড বিধিনিষেধ ঘোষণা করার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন তার নিজের বিয়ে বাতিল করেছেন।
নিউজিল্যান্ডে কোভিডে ১৫ হাজার ১০৪ জন আক্রান্ত হওয়ার এবং ৫২ জন মারা যাওয়ার রেকর্ড রয়েছে। মিজ আরডার্ন, রবিবার সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সাথে তার বিয়ে নির্ধারিত সময়ে হচ্ছে না।
তিনি বলেন, “আমাকে সাহস করে বলতে হচ্ছে যে, হাজার হাজার নিউজিল্যান্ডের বাসিন্দা যাদের জীবনে মহামারি মারাত্মক প্রভাব ফেলেছে তাদের থেকে আমি আলাদা নই। এই প্রভাবের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল, কেউ যখন গুরুতর অসুস্থ হয় তখন প্রিয়জনের সাথে থাকতে না পারা।”
একটি ক্লাস্টারে নয় জন অমিক্রনে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পরে এই বিধিনিষেধ দেয়া হয়।
যেকোন অনুষ্ঠানে উদযাপনের স্থানে টিকা দেয়া থাকলে ১০০ জন এবং টিকার সনদ না থাকলে সর্বোচ্চ ২৫জন উপস্থিত হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এই স্থানগুলোর মধ্যে ব্যায়ামাগার এবং বিয়ের ভেন্যুও রয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড।
মহামারি শুরু হওয়ার পর থেকে নিউজিল্যান্ড কঠোর কোভিড নিয়মের মধ্যে ছিল। যার কারণে এটি মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। বিশ্বের প্রথম যে দেশগুলো কোভিডের বিস্তার রুখতে সীমান্ত বন্ধ করে দিয়েছিল এবং লকডাউন দিয়েছিল নিউজিল্যান্ড তাদের মধ্যে একটি।
Be First to Comment