শ্বেতা সেনগুপ্ত : কলকাতা : ২৮ আগস্ট, ২০২১। আজ অর্থাৎ ২৮ আগস্ট কলকাতা প্রেস ক্লাবে অবসরপ্রাপ্ত নজরুল চেয়ার প্রফেসর সুমিতা চক্রবর্তী সম্পাদিত ‘শত কবিতায় নজরুল’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হলো। কাজী নজরুল ইসলামের প্রয়াণ তিথিতে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নজরুল সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ এর উদ্যোগে স্মরণে বরনে মননে নজরুল নামক একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো।
প্রেসক্লাবের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার মাননীয় শ্রী তৌফিক হাসান, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী, নজরুল ইসলামের পুত্রবধূ শ্রীমতি কল্যাণী কাজী, কবি শ্রী সুবোধ সরকার, বইটির সম্পাদক সুমিতা চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। উক্ত অনুষ্ঠানে অতিথি বরণের পরে বক্তব্য রাখেন উপাচার্য সাধন চক্রবর্তী।
বক্তব্য রাখেন বিশেষ অতিথি তৌফিক হাসান, কবির পুত্রবধূ কল্যাণী কাজী, এবং কবি সুবোধ সরকার। গ্রন্থটি সম্পর্কে নিজের ভাবনা বিস্তারিত ভাবে বলেন প্রফেসর সুমিতা চক্রবর্তী।
ছবি – শুভ ঘোষ।
Be First to Comment