অর্জুন চক্রবর্তী : বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী।
সব ছেড়ে আসা যায়না ।
রয়ে যায় অনেক কিছু ।
অন্ধকারে জমা ধুলো ময়লার মত ।
শ্বাস আটকানো কাশি ,
চোখ ঠেলে বেরিয়ে বলে ,
‘ আর তো সময় নেই ‘।
মালগাড়ির মড়াকান্না এগিয়ে আসে।
মনে পড়ে প্রথম নষ্ট হওয়ার আনন্দ।
নগ্ন দেহের গভীরে ঘুম।
কুণ্ঠাহীন কৃপণ হৃদয় ,সজাগ সতর্ক ,
ঠোঁটে ঠোঁট , লালা ভরা একঘেয়েমি ,
আওড়ে চলে ভন্ড পুরোহিতের মত,
‘ভলোবাসি , ভালোবাসি’।
জীর্ণ শীর্ণ দেহ, পোড় খাওয়া মন,
অজস্র ঘাত প্রতিঘাত,
চাওয়া পাওয়ার হিসেবে সর্বক্ষণ ব্যস্ত,
ঝাপসা দৃষ্টি…তবু…তবু কেন মনে পড়ে !
ডাঁসা পেয়ারা হাতে সেই মেয়েটিকে !
অপটু অশিক্ষিত জেদী সেই মেয়েটিকে !
আলপথ ধরে দৌড়ে এসে হাঁপায়,
ওর নিশ্বাসের উষ্ণতা,ঘাম গন্ধ,
আমায় ছাড়েনা, কেন !
Be First to Comment