Press "Enter" to skip to content

দেশজুড়ে সিদ্ধিদাতা র আরাধনায় আমজনতা………

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ২২, আগস্ট, ২০২০। আজ শ্রী শ্রী গনেশ চতুর্থী। সিদ্ধিদাতার বন্দনা আমাদের দেশ ছাড়াও বিশ্বের নানান দেশে প্রতি বছরই মহা ধুমধামের সাথে উদযাপন করা হয়। এই বছরের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারীর প্রকোপে প্রায় সমস্ত ধরণের আনন্দ অনুষ্ঠান জমায়েত এক প্রকার বন্ধ বলা যেতে পারে। আমাদের দেশের মহারাষ্ট্র রাজ্যে প্রতি বছরই মহা ধুমধামের সাথে পালিত হয় সিদ্ধিদাতা গণপতির পূজা অর্চনা। এই বছর সুপ্রিম কোর্টের নির্দেশে মহারাষ্ট্রে এই পুজোকে কেন্দ্র করে সব ধরণের জমায়েত নিষিদ্ধ করেছেন। আমাদের রাজ্যে যেমন শারদীয় দুর্গোৎসব নিয়ে আলাদা করে উন্মাদনা দেখা যায় ঠিক তেমনই মারাঠি জনগণের মধ্যেও গণপতি দেবের পুজো নিয়ে আলাদা করে উন্মাদনা আছে। বিশেষ করে মুম্বাইতে সিদ্ধি বিনায়ক এর পূজা অর্চনা নজর কাড়ে। ভক্তদের মনে বিশ্বাস সিদ্ধিদাতার আরাধনায় জীবনের সব কালো মেঘ কেটে যায়। বহু বছর ধরেই গণপতির পুজো কেবলমাত্র মহারাষ্ট্রে আটকে নেই, সারাদেশেই এখন সকলে মিলে এই পুজোতে সামিল হয়। এমনকি বেশকিছু বছর ধরে আমাদের রাজ্যেও গণপতি দেবের আরাধনা উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বহু নেতা মন্ত্রীও এই পুজোর সাথে যুক্ত হয়ে পুজোর শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন। এই বছরটা সকলের কাছেই আলাদা। শহর কলকাতায় গণপতি পুজোর উদ্যোক্তারা সকলেই প্রায় জাঁক জমক কমিয়ে দিয়েছেন। ভক্তরা সর্বত্রই সামাজিক দূরত্ব বিধি মেনে এই উৎসবে সামিল হয়েছেন।একটা বিষয় বেশ নজরকাড়া সেটা হলো ঘরে ঘরে সিদ্ধিদাতা র আরাধনা। সাধারণত বাঙালি পরিবার বাংলা নববর্ষের প্রথম দিনেই সিদ্ধিদাতার আরাধনা করে থাকে এছাড়াও শ্রী শ্রী গনেশ পুজোর মাধ্যমেই ব্যবসায়ীরা নতুন খাতা র পুজো করে বছর শুরু করেন। এ ছাড়াও দূর্গা পুজোর সময়ও সিদ্ধিদাতা র কলাবৌ আরাধনা মাধ্যমেই দুর্গোৎসব শুরু হয়। সব ভক্তদের আক্ষেপ এই বছর আনন্দ পন্ড হয়ে গেল। এই পৃথিবী করোনা মুক্ত হলেই আবার এক সাথে আনন্দ করা সম্ভব হবে। আজ দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং দেশের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ গনেশ চতুর্থী উপলক্ষ্যে দেশবাসী কে শুভেচ্ছা জানিয়েছেন।

কলকাতার বেলেঘাটা চড়কডাঙ্গা অঞ্চলের এক পূজা মণ্ডপের দৃশ্য।
More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.