বিদায় দু হাজার কুড়ি……।
অশোক ব্যানার্জী, শ্যামবাজার, কলকাতা।
অভিশপ্ত, বিষাক্ত এই
দু’হাজার কুড়ি সাল
এই পৃথিবীর বুক থেকে
মুছে যেতে চলেছে আগামী কাল!
যদি বিচার করে দেখি-
বছরটা পূর্ণ ছিল শূন্যতায়,
সর্বগ্রাসী আতঙ্কে,
নিঃস্ব করে দেবার যন্ত্রনায়!
বড় অসহায় ভাবে আমি
সারাটা বছর ধরে
অনেক অঘটন ঘটতে দেখেছি
একটু একটু করে ।
দেখেছি ‘করোনার’ হানা
দেখেছি কালান্তর জ্বর,
দেখেছি মৃত্যু মিছিল
দেখেছি সর্বগ্রাসী ঝড়!
সারা বিশ্ব জুড়ে এক
দম বন্ধ করা পরিবেশ!
ভেবেছিলাম এই কি তবে
প্রলয়ের শুরু,এই কি তবে শেষ?
শেষ হয়নি সব কিছু,
ভাঙ্গা গড়ার মধ্য দিয়েই আবার
নতুন করে শুরু, নতুন আশা নিয়ে
নতুন কিছু পাবার।
আগামী কাল থেকে নতুন বছর
নতুন সাল শুরু।
এখনও বুঝি ভয় মনে মনে
এখনও করে বুক দুরু দুরু !
নতুন বছর, নতুন সাল কি
করতে পারবে কোনো অঙ্গীকার
যাতে দু’হাজার কুড়ি সাল
মানুষের জীবনে না ফিরে আসে আর!
Be First to Comment