রাজর্ষি মজুমদার: কর্ণধার, দেব সাহিত্য কুটির, কলকাতা, ১৭ জুন, ২০২০। দীর্ঘ আড়াই মাসের বেশি সময় করোনা ভাইরাসের অতিমারির কারণে আমরা প্রায় সকলেই গৃহবন্দি ছিলাম। আমি দীর্ঘ বহু বছর ধরে এই প্রকাশনা ব্যবসার সাথে ওতো প্রোত ভাবে জড়িয়ে আছি। এই প্রকাশনা ব্যবসায় ইতিমধ্যে আমরা পাঁচ পুরুষ কাটিয়ে ফেললাম, কিন্তু এই ধরণের সমস্যায় আমাদের কখনো পড়তে হয়েছে বলে মনে পড়ছে না! গত মার্চ মাসের হঠাৎ ডাকা লকডাউনে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আমাদের প্রতি বছরের পরম্পরা পয়লা বৈশাখ সংখ্যা সম্পূর্ণ রূপে প্রস্তুত হওয়ার পরেও প্রকাশ করা সম্ভব পর হয়নি। আর্থিক ক্ষতির কথা না হয় ছেড়েই দিলাম, জন্মলগ্ন থেকে এই প্রথমবার পয়লা বৈশাখের সংখ্যা প্রকাশ করতে না পারার বেদনা রয়েই গেল। বর্তমানে লকডাউন অনেকাংশে শিথিল হওয়ায় আমরাও সামান্য হলেও কিছুটা ঝড় কাটিয়ে ওঠার চেষ্টা করছি। এত বাধার মধ্যেও লকডাউন তার সাথে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবও কিছুটা কাটিয়ে ফেলতে পেরেছি। আশা করি আগের মাস গুলোর মতো এই মাস টাও মাথা উঁচু করে পার করে ফেলতে পারবো। আপনারা যে সকল সহৃদয় মানুষ আমার লেখার পাঠক আপনাদের সাথে আমার ভাবনা গুলো শেয়ার করে আমি শান্তি অনুভব করি। আমাদের দেব সাহিত্য কুটির প্রায় ১৬০ বছরের বেশি সময় ধরে প্রকাশনা সংস্থা হিসেবে আজও নিজের অস্তিত্ব স্বমহিমায় ধরে রেখেছে। আজকের দিনে দৈনিক সংবাদপত্র টেলি মিডিয়া ছাড়াও সোশ্যাল মিডিয়ার কাছে এক বিরাট প্লাটফর্ম আমাদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠান দেব সাহিত্য কুটির। আমি বরাবরই নেপথ্যে থেকেই কাজ করতে পছন্দ করতাম। আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই আমাদের পূর্ব পুরুষেরা সকলেই প্রচার বিমুখ ছিলেন।ওনারা মঞ্চে উঠে বক্তৃতা দেওয়া থেকে খেটে কাজ করে গুনগত মান বজায় রেখে ব্যবসার উন্নতির দিকে মনোযোগ দিতেন। ওনাদের এই স্বার্থত্যাগী মানসিকতা আমাকে তাঁদের আদর্শে এগোতে অনুপ্রাণিত করেছে। আমি শিখেছি ব্যবসা চালানো মানে একটা দলগত উদ্যোগ, ইংরেজি তে বলতে হলে যাকে বলতে হয় টীম ওয়ার্ক। প্রতিটি সদস্যই সংস্থার জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাঁদের সকলেরই অবদান থাকে একটি পরিবার প্রতিষ্ঠানকে গড়ে তুলতে। লকডাউনের শুরুতে আমার খুব দুশ্চন্তা ছিল যে এতজন দীর্ঘদিনের কর্মচারী অফিস থেকে শুরু করে হাউসকিপিং স্টাফ, কুলি, এদের মাইনে দেব কি করে? এই সকল কর্মচারী এবং তাদের পরিবার সকলেই তাদের প্রিয় সংস্থা দেব সাহিত্য কুটিরের ওপর একান্তভাবে নির্ভরশীল। একেই লকডাউন তার উপর আমফান ঝড়! ঝড় জলে লন্ড ভণ্ড অবস্থা সেই সাথে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমাদের এই প্রকাশনা ব্যবসায়। তা সত্ত্বেও আমাদের এই প্রিয় কর্মচারীবৃন্দের প্রাপ্য মিটিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমি আমার পরিবারের লোকজন এবং ভগবানের কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতো ঝড় ঝাপ্টার মধ্যেও দেব সাহিত্য কুটিরের পাশে থাকার জন্য লেখক এবং পাঠকদের কাছে আমরা কৃতজ্ঞ। সকলের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা এখনো দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে। আপনাদের কাছে আমাদের অনুরোধ আগেও যেমন আমাদের সাথে ছিলেন আজও আমাদের সাথে থাকুন। আগামী আগস্ট মাসে আমাদের প্রকাশনার পারিবারিক পত্রিকা পূজা সংখ্যা “নবকল্লোল’ ও ছোটদের জনপ্রিয় পত্রিকা “শুকতারা” আগামী দুর্গোৎসবের অনেক আগেই আগস্ট মাসে প্রকাশিত হবে। অন্যান্য বছরের মতো এই বছরও আপনাদের সহযোগিতা প্রার্থনা করি।
দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলেছে ১৬০ বছরের দেব সাহিত্য কুটির পরিবার………..
More from GeneralMore posts in General »
- গীতা জয়ন্তিতে গ্রামীন মহিলাদের সমবেত আরতি মন্মথপুরে….
- GO Everywhere Tours and Travels Celebrates 6th Anniversary with actor Anirban Bhattacharya Event at The Astor Hotel….
- State-of-the-Art Credmont International School Prepares to Open in Kolkata….
- ‘গ্লোবাল হিউম্যান রাইটস প্রটেকশান’ পুরষ্কারে ভূষিত হলেন কলকাতার বরুন কুমার দাশ….।
- ধানের উৎপাদন বাড়াতে এবার বর্ষাতেও চাষ হবে মিনিকিট চাল…..।….
- উত্তরপ্রদেশের বন ও পরিবেশ, চিড়িয়াখানা এবং জলবায়ু পরিবর্তন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী অরুণ কুমার সাক্সেনার নেতৃত্বে কলকাতায় প্রয়াগরাজ মহাকুম্ভ ২০২৫ উপলক্ষে রোড শো….।
Be First to Comment