Press "Enter" to skip to content

দুর্গা পুজোর আগেই নব্বই এর নস্টালজিয়া নিয়ে হাজির সিধু,শৌভিক সঙ্গে গানবন্ধুরা…….

গোপাল দেবনাথ : কলকাতা, ২, অক্টোবর, ২০২০। করোনা কালের মাঝেই আমাদের প্রিয় দুর্গোৎসব মাত্র কয়েকদিন পরেই আমাদের জীবনে চলে আসবে। আমরা আমাদের করোনা ভীতি কাটিয়ে করোনা পূর্বের জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছি। বাঙালির প্রিয় দুর্গাপুজো হবে গান বাজনা হবে না তা কি করে হয়। এই সব কথা মাথায় রেখে অভিনব ভাবনা গানে, কবিতায়, ছবিতে ৯০ দশকের স্মৃতি উসকে দিতে আগামী রবিবার অর্থাৎ ৪ অক্টোবর হতে চলেছে “৯০ নস্টালজিয়া” বাচিক শিল্পী শৌভিক ভট্টাচার্যের উদ্যোগে সন্ধ্যা ৭:৩০ মিঃ থেকে। প্রিয় পুজোর আগে এমন একটা জমজমাট সন্ধ্যে কার না প্রিয়। প্রযুক্তির দুনিয়ায় ডিজিটাল মাধ্যমে এই কনসার্টে থাকছেন প্রখ্যাত সংগীত শিল্পী সিধু, বাচীক শিল্পী শৌভিক ভট্টাচার্য।সঙ্গে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত সংগীত শিল্পী রূপঙ্কর, উপল, পটা, সুরজিৎ, অনিন্দ্য। সমসাময়িক যুগের বিশিষ্ট বাচিক শিল্পী শৌভিকের উদ্যোগে এই নব্বই এর নস্টালজিয়ায় শ্রোতারা এক ফেলে আসা দিনের ছোঁওয়া পাবেন!! এই ডিজিটাল পারফরম্যান্সটি নব্বই দশকের বাঙালি জীবনের কিছু টুকরো ছবি তুলে ধরবে। গানের শিল্পী ,ব্যান্ড এবং গানের কথা সব মিলিয়ে নানা মাইলস্টোন নিয়ে থিমে সাজানো এই অনুষ্ঠান। সঙ্গে থাকছে গ্লাস পেইন্টিং এই উদ্যোগের নানা থিমকে মাথায় রেখেই। এক কথায় বলা যেতেই পারে এই অনুষ্ঠান দর্শকদের ভালো লাগবে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published.