অশোক ব্যানার্জী : কলকাতা।
রক্ষ রক্ষ মহাদেবায়,
দূর করো ‘করোনা’
এ জগত থেকে
এই পৃথিবীর জল হাওয়া
পবিত্র হোক আবার
আবার আসুক ফিরে
আনন্দ অপার।
দুর্গা কালী সরস্বতী
সারদাময়ী মা
যতই বিপদ আসুক, জানি
কিছুই হবে না।
তমসাচ্ছন্ন গভীর রাত্রি
নিশ্ছিদ্র চারিদিক
ভয়ে প্রাণ কাঁপে
তারই মাঝে দেখি
আলোকের ঝলকানি!
ওইতো তোমার
অভয় হাত,
তুমি আছো
মাগো জানি।
Be First to Comment