সঙ্গীতা চৌধুরী: পুরী, ২৮ ডিসেম্বর ২০২১। দু’দিন বন্ধ থাকার পর গতকাল অর্থাৎ ২৭ ডিসেম্বর উপছে পড়েছিল পুরী মন্দিরের ভিড়। সংক্রমণের কারণে গত২৫শে ডিসেম্বর বন্ধ রাখা হয়েছিল মন্দির, আর বর্তমান অতিমারি পরিস্থিতিতে প্রতি রবিবার পুরী মন্দির স্যানিটাইজেশন হয়। তাই ঐ দিন দর্শনার্থীদের জন্য মন্দিরের দ্বার অবরুদ্ধ থাকে। কিন্তু ছুটির মরসুমে বহু দর্শনার্থী হাজির হয়েছেন শ্রীধামে তাই দুদিন পর মন্দিরের দরজা উন্মোচিত হলে মানুষের ঢল নামে।
কোভিভ বিধি শিকেয় তুলে পূণ্যার্জনের জন্য ঝাঁপিয়ে পড়ে মন্দির প্রাঙ্গণে। গত বছর এই সময়টা মন্দির বন্ধ থাকায় এ বছর মানুষের মধ্যে উন্মাদনা একটু বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। কোভিভের তৃতীয় ঢেউয়ের হাতছানি তাদের কাছে অত্যন্ত তুচ্ছ মনে হয়।
তবে জানা গেল সংক্রমণের ভয়ে আগামী ৩১শে ডিসেম্বর, ১লা জানুয়ারী এবং ২রা জানুয়ারী ও মন্দির দর্শনার্থীর জন্য সম্পূর্ণ রূপে বন্ধ রাখা হবে , কিন্তু তাতে কি সংক্রমণের তৃতীয় ঢেউ রোখা যাবে ? সময়ই বলবে কি হতে চলেছে!
Be First to Comment