Press "Enter" to skip to content

দুই শিল্পের মেলবন্ধন, সেতার এবং চিত্রকলার যুগলবন্দী “শ্রাবণ”….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৯ আগস্ট, ২০২৪। বর্ষার সঙ্গে সঙ্গীতের বরাবরই নিবিড় যোগ। এই বর্ষাসুন্দরীর জন্যই এবার অভিনব মেলবন্ধন ঘটবে সম্পূর্ণ ভিন্ন ধারার দুই শিল্পমাধ্যমের। উপলক্ষ কেবল অঝোর বৃষ্টিধারা! এই ১৪ আগস্ট বিড়লা একাডেমিতে সন্ধ্যায় ঘটবে এই অভূতপূর্ব মিলনপর্বটি। সেতার এবং চিত্রকলার যুগলবন্দিতে তৈরি হবে “শ্রাবণ”। বর্ষামুখর সন্ধ্যায় এইভাবে দুই ভিন্ন শিল্পের মিলে যাওয়া নিঃসন্দেহে একটা অভিনব প্রয়াস। কলকাতা সাক্ষী থাকবে এমন এক অনন্য সান্ধ্য মিলন উৎসবে!  শহরের দুই উজ্জ্বল সৃজনশীল শিল্পীর হাত ধরেই ঘটবে এই মহামিলন। সেতারে থাকবেন বিশিষ্ট সেতারবাদক

দীপাঞ্জন গুহ এবং চিত্রকলায় (পেন্টিং) থাকবেন শহরের অন্যতম গুণী চিত্রকর শুভাশিস সাহা।

সেতারবাদক দীপাঞ্জন গুহ পণ্ডিত কুশল দাসের সুযোগ্য শিষ্য। ইউরোপ আমেরিকাসহ দেশবিদেশের বহু অনুষ্ঠানে দীপাঞ্জনের সেতারবাদন শ্রোতাদের মুগ্ধ করেছে। ভারত সরকারের আমন্ত্রণে একাধিকবার বাজিয়েছেন দেশের বিভিন্ন মঞ্চে। আমেরিকায় তাঁকে “দি মাস্টার অফ ক্রিয়েটিং মুডস থ্রু মেলোডিজ” বলে অভিহিত করা হয়েছিল। সেতারবাদন ছাড়াও দীপাঞ্জন লেখক ও পর্বতারোহী। কম্পিউটার সায়েন্সে স্নাতক দীপাঞ্জন তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন “বেস্ট অলরাউন্ড গ্রাজুয়েট”-এর সম্মান। শুভাশিস সাহা এই সময়ের অন্যতম শক্তিশালী একজন চিত্রশিল্পী। কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ এবং শান্তিনিকেতনের কলাভবন থেকে তিনি শিক্ষাপ্রাপ্ত। ভারতের বিভিন্ন প্রান্তে তাঁর ছবি প্রদর্শিত হয়েছে।

দীপাঞ্জন গুহর সেতারের ঝংকারের সঙ্গে সঙ্গে ক্যানভাসে শুভাশিস সাহার তুলির আঁচড়ে জন্ম নেবে এক নতুন “শ্রাবণ”। এমন শ্রাবণ সত্যিই বিরল। দীপাঞ্জনবাবুর কথায়, “আমাদের এই যুগলবন্দী “শ্রাবণ” একটি অন্য রকমের প্রচেষ্টা। সংগীত ও চিত্রকলা, মানুষের ইতিহাসের এই প্রাচীন এবং অন্যতম শ্রেষ্ঠ দুই শিল্পমাধ্যমের মেলবন্ধনে, বর্ষার আবহে, একটি যৌথ ভাষ্য গড়ে তোলা – এটিই আমাদের এই যুগলবন্দীর উদ্দেশ্য। শ্রাবণসন্ধ্যায়, সঙ্গীতের সঙ্গে যুক্তভাবে মঞ্চের উপর একটি বড় ক্যানভাস ধীরে ধীরে পূর্ণ হয়ে উঠছে, এই অভিজ্ঞতা আমাদের বেশি হয় না। এর আগেও আমরা বসন্তের আবহে একটি যুগলবন্দী করেছিলাম।” এমনই এক “শ্রাবণ”সন্ধ্যায় ভেজার অপেক্ষায় গোটা কলকাতা।

More from CultureMore posts in Culture »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »
More from MusicMore posts in Music »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.