Press "Enter" to skip to content

দীর্ঘ প্রতিক্ষিত “রোগ পরিচয় ” বইটি প্রকাশিত হল !….

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ২৫ ডিসেম্বর, ২০২৪।
ডাঃ দীপালোক বন্দোপাধ্যায়ের লেখা ” রোগ পরিচয় ” গ্রন্থটি বড়দিনে প্রকাশিত হলো ৷ এই বইটিতে থাকছে বিভিন্ন রোগ , তার পরীক্ষা -নিরীক্ষা ও বিভিন্ন পদ্ধতির চিকিৎসা নিয়ে বিস্তারিত বিবরণ ৷ যা ডাক্তারবাবুর  ৪০ বছর চিকিৎসক জীবনের অভিজ্ঞতায় লেখা ৷ বইটি চিকিৎসক , চিকিৎসা বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের নিরন্তর পাঠে সাহায্য করার সাথে সাথে সাধারণ রোগীদের ঐ সব বিষয়ে সচেতন করে শিক্ষিত রোগী করবে আশা করা যায় ৷ এই বইয়ের  বিষয়গুলি হলো – ১৷ রোগ ও পথ্য নিয়ে ভ্রান্ত ধারণা ৷ ২৷ গ্যাস – অম্বল ৷।          ৩৷ বন্ধ্যাত্ব ৷ ৪৷ একজিমা ৷  ৫৷ জল বসন্ত ৷৬৷  প্রস্টেটের সমস্যা৷ ৭৷ সর্প দংশনে করণীয় ৷ ৮৷ বধিরতা ৷ ৯৷ এলার্জি ৷ ১০৷ হঠাৎ করে রক্তে চিনি কমে গেলে ৷ ১১৷ বাত ৷ ১২ ৷ স্ট্রোক ৷ ১৩৷ হার্ট এটাক ও হার্ট ফেলিওর এক নয় ৷ ১৪ ৷ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ৷ ১৫৷ বিশ্ব হেপাটাইটিস দিবস ৷ ১৬৷ ডেঙ্গু ৷ ১৭ ৷ চোখ ওঠা ৷ ১৮৷ ডায়াবেটিস জনিত চোখের সমস্যা ৷ ১৯৷ নিউমোনিয়া ৷ ২০৷ শ্বেতী ৷ ২১ ৷ অর্শ ৷ ২২৷ হাঁপানি ও সিওপিডি ৷ ২৩ ৷ চোখ থেকে মাথাব্যথা ৷ ২৪ ৷ সায়েটিকা ৷ ২৫ ৷ পড়াশুনা
মনে রাখার উপায় ৷ ২৬ ৷ বিশ্ব দৃষ্টি দিবস ৷ ২৭ ৷ বিশ্ব কিডনি দিবস ৷ ২৮৷ নাক ডাকা ৷ ২৯৷ পর্দায় সময় কমাতে হবে ৷ ৩০ ৷ মহিলাদের স্তনে চাকা বা টিউমার ৷ ৩১৷ রক্তাল্পতা ৷
৩২ ৷ ফ্যাটি লিভার ৷ ৩৩৷ থাইরয়েডের অসুখ ৷ ৩৪৷ দাদ ৷ ৩৫৷ বার্ধক্যে সুস্থ থাকতে ৷ ৩৬ ৷ কাশি ৷ ৩৭ ৷ জ্বর ৷৩৮৷ কোমরে ব্যথা ৷ ৩৯ ৷ চুল নিয়ে চুলোচুলি ৷ ৪০৷ সাদাস্রাব ৷ ৪১ ৷ ফোড়া ৷ ৪২ ৷ ব্রণ ৷ ৪৩ ৷ কেস জন্ডিস ৷ ৪৪ ৷কান পাকা ৷ ৪৫ ৷ টিউমার ৷ ৪৬ ৷ আমাশয় ৷ ৪৭ ৷ মেচেতা ৷ ৪৮ ৷ খোস পাঁচড়া ৷ ৪৯ ৷ দন্ত ক্ষয় / দাঁতে পোকা ৷ ৫০ ৷ হাঁটুর ব্যথা ৷ ৫১ ৷ শরৎকালীন রোগভোগ ৷ ৫২ ৷ নিম্ন রক্তচাপ ৷ ৫৩ ৷ ছানি ৷ ৫৪৷ অস্টিপোরোসিস ৷ ৫৫৷ বুকে ব্যথা ৷ ৫৬ ৷ চোখে স্ট্রোক ৷ ৫৭ ৷ মুখের পক্ষাঘাত ৷ ৫৮৷ টনসিলাইটিস ৷ ৫৯ ৷ রক্তের সিবিসি পরীক্ষা ৷ ৬০৷ বিশ্ব ডায়াবেটিস দিবস ৷ প্রভৃতি বিষয় ৷
পাঠকদের উদ্দেশ্য জানাচ্ছি এই বইটি সংগ্রহ করতে হলে লেখকের এই ৯৭৩২২১৭৪৮৯ নম্বরে ২৫০/- টাকা ফোন পে বা গুগুল পে করবেন ৷ আর হোয়াটসএপে নিজের পুরো ঠিকানা এবং ফোন নম্বর পাঠালে ক্যুরিয়ারে বা স্পিড পোস্টে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় দ্রুত পাঠানো হবে বলে জানিয়েছেন আমাদের নিউজ স্টারডম এর লেখক দীপালোক বাবু। ডাক্তারবাবু বলেন আশা রাখি আমার অন্য বইগুলির মত “রোগ পরিচয় ” বইটিও পাঠক মনে স্থান করে নেবে ৷

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.