নিজস্ব প্রতিনিধি : দীঘা, ৩০ এপ্রিল, ২০২৫। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথধাম মন্দিরের দ্বারোদঘাটন অনুষ্ঠানে উপস্থিত থেকে সমগ্র বিষয়টিকে বাংলায় সনাতনের জয় ও সর্বধর্ম সমন্বয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন বলে মন্তব্য করলেন হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । বুধবার সমগ্র অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মঞ্চে প্রথম সারিতেই দেখা গেল হিন্দুমহাসভার রাজ্য কমিটির ছয়জনের প্রতিনিধি মণ্ডলকে । অনুষ্ঠানের শুরুতে মন্দির প্রাঙ্গণে সঙ্গীত পরিবেশন করলেন পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মন্ত্রী ইন্দ্রনীল সেন, জিৎ গাঙ্গুলী, অদিতি মুন্সী, নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর মত বিশিষ্ট শিল্পীরা । এরপর নৃত্য পরিবেশন করলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী এবং তাঁর ছাত্রছাত্রীরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল ঠিক তিনটে দশ মিনিটে দীঘা জগন্নাথধামের দ্বারোদঘাটন করলেন ।
সরকারি টাকায় মন্দির স্থাপনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বললেন হিন্দুমহাসভা বরাবরই সারা দেশে মন্দির স্থাপনের পক্ষে । কোন স্থানে এই রকম বড় মন্দির গড়ে উঠলে একদিকে যেমন মানুষের ধর্মাচরণের সুযোগ হয় আবার অন্যদিকে সেই স্থানে একটি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে যার মাধ্যমে অঞ্চলের মানুষদের আর্থিক উন্নতি ও রুটিরুজির সংস্থান হয় । তাই জগন্নাথমন্দির সরকারি টাকায় করার মধ্যে কোন সমস্যা নেই । তিনি আরো বলেন অযোধ্যায় রামমন্দির পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল হিন্দুমহাসভার, আর আজ পশ্চিমবঙ্গে দীঘায় জগন্নাথ মন্দির স্থাপনের মুহূর্তেও সাক্ষী থাকলো হিন্দুমহাসভার রাজ্য কমিটির সদস্যরা ।
এদিন মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এই মন্দির ও মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন দিলীপ ঘোষ। আমরা মনে করিয়ে দিতে চাই প্রভু রামচন্দ্র যেমন ভগবান শ্রীবিষ্ণুর অবতার সেই রকম জগতের নাথ জগন্নাথদেবও ভগবান শ্রীবিষ্ণুর আরেক রূপ । তাই মন্দির স্থাপনকে রাজনীতির ঊর্ধ্বে রেখে আগামী দিনে ভারতের বিভিন্ন রাজ্যে এইভাবে বড় বড় মন্দির গড়ে তোলা উচিত বলে মনে করে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভা ।
দীঘা জগন্নাথধাম মন্দির উদ্বোধনে উপস্থিত হিন্দুমহাসভা, রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য বাংলায় স্থাপিত হলো সনাতনের ভিত্তিপ্রস্তর….।

More from CultureMore posts in Culture »
- আলোঝলমল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রনে সেজে উঠল কলকাতার ৩ নম্বর গভর্নমেন্ট প্লেস এর শতাব্দী প্রাচীন আয়কর ভবন….।
- নব্বই বছর বয়স পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস…।
- উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালো….।
- Brilliance Beyond Books: iLEAD to Honour the Brightest Minds….
- শান্তি নিকেতনে বৈশাখী- জ্যৈষ্ঠ অনুষ্ঠান….।
- হিন্দু ধর্ম মতে কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী…।
More from InternationalMore posts in International »
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রর্দ্ধাঘ্য….।
- শিল্পী চক্রবর্তীর কাহিনী ও পরিচালনায় সামাজিক বার্তা নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘দায়ী কে’?
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ঘরের শত্রু’ ……।
- মাতৃতান্ত্রিক সমাজ ও ধর্মচিন্তার প্রকাশ দেখা যায় জামাই ষষ্ঠী ব্রতে….।
- পাঁশকুড়ায় চুরির অপবাদেই বিষ খেয়ে আত্মহত্যা ক্লাস সেভেনের পড়ুয়ার….।
- আলোঝলমল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রনে সেজে উঠল কলকাতার ৩ নম্বর গভর্নমেন্ট প্লেস এর শতাব্দী প্রাচীন আয়কর ভবন….।
Be First to Comment