অর্জুন চক্রবর্তী : বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী
এসো কাছে, শুনতে পাই যেন,
তোমার বুকের ওঠা নামা /
তোমার যত্নহীন বেণীতে,
আমার দেহ – গন্ধ পাক খায় /
আলগা হয় বন্ধন,
ছন্দ ভোলে মিলন /
তোমার অধরে শিশির বিন্দু,
চাঁদনী খোঁজে /
নামহীন, গোত্রহীন অনুভূতি,
নাভিতে নামে /
কাম হয় দৃষ্টিহীন,
লতায় আটকে থাকা শ্যাওলা যেন /
ঘাম, লালা, বীর্য, শরীরে মাখামাখি,
তবু পবিত্র তুমি আমি, সদ্যজাত শিশু যেন /
ভালবাসি যে!
ভালবাসা মন্ত্র উচ্ছারনের মতো,
আওড়ে চলে, ঠোঁটে ভর করে /
নেমে যেওনা, অসন্মান করনা,
দানব নয়, স্বর্গ থেকে বিতাড়িত মানুষ মোরা /
এস কাছে, এবার স্বর্গে ফেরার পালা /
Be First to Comment