নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১ অক্টোবর ২০২৪। স্প্রিং ওয়াটার, ই এন্টারটেইনমেন্ট ও ভিজুয়াল লেন্স নিবেদিত ‘দশরূপে দশভূজা’ র ট্রেইলার প্রকাশ হলো। ৩০ সেপ্টেম্বর সোমবার, কলকাতা প্রেসক্লাবে বিধায়ক মদন মিত্রের উপস্থিতিতে আনুষ্ঠানিক প্রকাশ হলো এই দৃশ শ্রাব্য অনুষ্ঠানের।
৪৬ মিনিটের এই সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানটি পরিচালনা করেছেন রাকেশ পান্ডে। প্রযোজনা শান্তনু মন্ডল ও সুজিত সেন। নৃত্য পরিচালনায় পায়েল রায়। সঙ্গীত পরিচালক সাহেব চক্রবর্তী।
দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন রূপসা চৌধুরী এবং অসুরের চরিত্রে অভিনয় করেছেন ঝন্টু দে।
আগামী ২ অক্টোবর মহালয়ার পবিত্র তিথিতে সকাল ৮ টায় এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই অনুষ্ঠান দেখানো হবে।
ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোগপতি কুনাল সাহা, নিতু সাহা ও দশরূপে দশভূজার কলাকুশলীরা।
Be First to Comment