Press "Enter" to skip to content

দরজায়-দরজায়, মেলায়, গ্রামে ঘুরে ঘুরে নিজের বই বিক্রি করতেন। ত্রিশ বছর ধরে এ ভাবেই কেটেছিল বীরেন্দ্র চট্টোপাধ্যায় এর…।

Spread the love

স্মরণঃ বী রে ন্দ্র চ ট্টো পা ধ্যা য়

“মাটি তো আগুনের মতো হবেই/ যদি তুমি ফসল ফলাতে না জানো/ যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও/ তোমার স্বদেশ তাহলে মরুভূমি।/ যে মানুষ গান গাইতে জানে না/ যখন প্রলয় আসে, সে বোবা ও অন্ধ হয়ে যায়।”

[ বীরেন্দ্র চট্টোপাধ্যায় ]

বাবলু ভট্টাচার্য : দরজায়-দরজায়, মেলায়, গ্রামে ঘুরে ঘুরে নিজের বই বিক্রি করতেন। ত্রিশ বছর ধরে এ ভাবেই কেটেছে। কাঁধে ঝোলা, মালকোঁচা মেরে ধুতি, পাঞ্জাবি। এই ছিল তাঁর পোশাক। ভালবাসতেন বিড়ি-সিগারেট-চা। প্রিয় খাদ্য মুড়ি আর জিলিপি। বাঙাল ভাষায়, ঢাকাই টানে কথা বলতেন।

চশমা, চটি, কলম, ছাতা হারাতেন প্রায়ই। কবিতা মাথায় এলে হাতের কাছে যা পেতেন— সিগারেটের প্যাকেট বা বাসের টিকিটে— লিখে রাখতেন। তিনি বীরেন্দ্র চট্টোপাধ্যায়।

বীরেন্দ্র চট্টোপাধ্যায় ১৯২০ সালের ২ সেপ্টেম্বর বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন।

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি। প্রেম, প্রকৃতি, চার পাশের মানুষ, সামাজিক আন্দোলন— তাঁর কবিতার মূল উপকরণ। তাঁর কাব্যকে ঘিরে আছে তীব্র সচেতনতা ও দায়বদ্ধতা।

সমাজতন্ত্রের উপর বিশ্বাস এবং আস্থা তাঁর কবিতা এবং জীবনকে নিয়ন্ত্রণ করেছে। ওই দৃঢ় বিশ্বাস এর জন্যই তাঁর রাজনৈতিক আন্দোলনে প্রত্যক্ষ যোগদান, জেল যাত্রা এবং কবিতা। এই বিশ্বাস থেকেই তাঁর দলের সঙ্গে মত বিরোধ এবং নিজেকে দল থেকে সরিয়ে আনা।

তিনি অনেক কাব্যগ্রন্থ অনুবাদ করেছেন। তাঁর সম্পাদিত কবিতা বুলেটিনের সংখ্যাও পঁচিশের বেশি। কবির কবিজীবন বাংলা সাহিত্যের ইতিহাসে স্মরণীয়, কারণ তিনি মূলত ছোট পত্রিকার কবি এবং তাঁর কোনো কবিতা কোনো বড় কাগজে ছাপা হয় নি।

কোনো বড় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা না থাকা সত্বেও তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ক্যানসারে আক্রান্ত অবস্থায়, শেষ শয্যায় অনেক অনুরোধে, তিনি তাঁর দুটি কবিতা একটি প্রতিষ্ঠিত পত্রিকায় ছাপার অনুমতি দিয়েছিলেন। তাঁর কবিতা সংক্ষিপ্ত এবং সংকেতময়।

প্রথম কাব্যগ্রন্থ, ‘গ্রহচ্যুত’। তবে কবি হিসেবে প্রধান খ্যাতি এসেছে ‘রানুর জন্য’ বইটির জন্যে।

অন্যান্য উল্লেখযোগ্য কবিতা-গ্রন্থ : ‘উলুখড়ের কবিতা’, ‘সভা ভেঙে গেলে’, ‘মানুষখেকো বাঘেরা বড় লাফায়’, ‘এই জন্ম জন্মভূমি’, ‘ভিয়েতনাম ভারতবর্ষ’, ‘লখিন্দর’, ‘জাতক’, ‘বেঁচে থাকার কবিতা’, ‘আর এক আরম্ভের জন্য’ প্রভৃতি।

আধুনিক বাংলা কবিতার আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছেন দীর্ঘদিন। সম্মানিত হয়েছেন রবীন্দ্র পুরস্কারে।

কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় ১৯৮৫ সালের আজকের দিনে (১১ জুলাই) ৬৫ বৎসর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন।

More from BooksMore posts in Books »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *