শুভ ঘোষ : কলকাতা, ৫ আগস্ট, ২০২০। রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে গত ৩০শে জুলাই থেকে শুরু হয়েছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব। দমদমের কুন্ডু বাগানে লোকনাথ সাহার বাড়িতে অনুষ্ঠিত হলো ঝুলন যাত্রা উৎসব।
এই ঝুলন যাত্রার উদ্যোক্তারা হলেন লোকনাথ সাহা এবং তাঁর পুত্র কৃষ্ণ সাহা। এই বছর তাদের এই ঝুলন যাত্রা ১১তম বর্ষে পদার্পণ করলো বলে জানালেন উদ্যোক্তা লোকনাথ সাহা।
বর্তমানে করোনার ভয়াবহ পরিস্থিতি থেকে শুরু করে আমফানে বিধ্বস্ত বাংলা, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, অতীতে মথুরার গ্রামের দৃশ্য, বর্তমান ও অতীতের মানুষের জীবনে যে ঘটনা গুলো ঘটে চলেছে সেই সব দৃশ্যগুলো এবারে ঝুলন যাত্রায় তুলে ধরা হয়েছে।
এই ঝুলন যাত্রার পরিচালক কৃষ্ণ সাহা রথের আগের দিন থেকে বহুসংখ্যক পুতুল দিয়ে সে অক্লান্ত পরিশ্রম করে ঝুলন যাত্রার প্রস্তুতি শুরু করে। বর্তমানে যে ভাবে করোনা সংক্রমণ চলছে সেই কারনেই কাউকেই ‘ঝুলন যাত্রা’ দর্শনার্থীদের দর্শন করতে দেওয়া সম্ভবপর হচ্ছে না বলে আক্ষেপ করলেন লোকনাথ বাবু।
কৃষ্ণবাবু বলেন এই পরিস্থিতিতে আমাদের খুবই খারাপ লেগেছে তবে দর্শনার্থীদের অনুরোধ করেছিলাম আপনারা কয়েকটি সংবাদমাধ্যম ও বিশেষ কয়েকটি টিভি চ্যানেল এবং অনলাইনের মাধ্যমে দেখে নেবেন।
এই ঝুলন উৎসব গতকাল শেষ হয়ে গেছে। বয়সে নবীন হলেও তার হাতের শিল্প সত্তার পরিচয় পাওয়া গেল তার নিজের হাতে সাজানো ঝুলন যাত্রায়।
এই করোনা আবহের মধ্যে নিজের হাতে পুরীর রথের অনুকরণে তৈরি করেন রথ। উল্লেখ্য রথযাত্রা উৎসবের দিনে তার এই হাতে তৈরি রথ দমদম এলাকায় যথেষ্ট সুনাম অর্জন করে এবং কারুকার্য সকলকে চমকে দেয়।
দমদমের কুন্ডু বাগান অঞ্চলে তাদের এই ১১ বছরের ঝুলন যাত্রা উৎসব এলাকায় যথেষ্ট সাড়া ফেলে দেয়।
Be First to Comment