তৃষা দেবনাথ : মন্মথপুর, ৩ নভেম্বর ২০২৪। প্রতি বছরের ন্যায় এবছর মন্মথপুর প্রনব মন্দিরের আয়োজনে গণ ভাইফোঁটার আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গনে। এবছর সারা রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে ভাই হীন বোনদের মনে হাসি ফোটাতে ভারত সেবাশ্রম সঙ্ঘের বরেণ্য প্রতিষ্ঠাতা স্বামী প্রনবানন্দজী মহারাজের ১২৯তম গৌরবময় আবির্ভাব বর্ষ উপলক্ষে ১২৯জন ভাইহীন বোন এবং বোনহীন ভাইয়ের উপস্থিতিতে এই মহতি মহোৎসব সুসম্পন্ন হয়। মন্মথপুর প্রনব মন্দিরের এই মহতি অনুষ্ঠান সম্পূর্ণ ভাবে ভাইফোঁটার রীতি নীতি ও সংস্কার মেনে ভাইদের কপালে বোনেরা ফোঁটা দিয়ে তাঁদের মিষ্টি মুখ করায়। সামগ্রীক উপাচার হিসাবে বোনেরা ভাইদের হাতে শ্রীকৃষ্ণ বই তুলে দেয়। অন্যদিকে ভাইয়েরা বোনেদের হাতে নবদূর্গা বই উপহার হিসাবে তুলে দেয়। এই মহতি অনুষ্ঠানে ভাই বোনেদের সাথে তার মা বাবারা ভীষণ খুশি হোন। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার বিজননগর গ্রামে অনুষ্টিত হয় এই গন ভাইফোঁটার অনুষ্ঠান।
দক্ষিণ ২৪ পরগনার মন্মথপুরে গন ভাইফোঁটা…..।.
More from CultureMore posts in Culture »
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- 6th Himalayan Orange Tourism Festival 2024….
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
- অবনীন্দ্র সভাঘরে লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস এর উদ্যোগে আয়োজিত হল পুরস্কার প্রদান অনুষ্ঠান….।
More from InternationalMore posts in International »
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর “শুভ বিবাহ উৎসব”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- পুর্ব ছাড়িয়ে পশ্চিম মেদনীপুরের মাটিতেও সাফল্য ইন্দ্রানী ধানবীজের….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- এসো আমার ঘরে এসো….।
Be First to Comment