কাকলি দেবনাথ : দক্ষিনেশ্বর, ১৮ আগস্ট, ২০২৪। শিবশক্তি যোগ সেবা মিশনের পক্ষ থেকে গত ১৭ আগস্ট শনিবার দক্ষিণেশ্বর আদ্যাপীঠ বালক আশ্রমে মহাদেবের রুদ্র অভিষেক ও জীব জ্ঞানে শিব সেবা মাধ্যামে অন্ধ প্রতিবন্ধী ও অনাথ বালকদের মধ্যে কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।সকাল থেকে পুজো পার্বণ নরনারায়ন সেবা ও ধর্মীয় আলোচনার মধ্যে দিয়ে এক অভিনব অনুষ্ঠান হল আদ্যাপীঠ বালক আশ্রম প্রাঙ্গণে। সংস্থার সম্পাদক আচার্য্য সন্ত শিবানন্দ যোগি মহারাজ বলেন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং বিভিন্ন আধ্যাত্মিক এর মাধ্যমে মানুষকে সচেতনতা করার জন্য আমরা উদ্যোগী। এছাড়া আগামী ১৫ ই সেপ্টেম্বর একটি রক্তদান শিবির ও যোগাসন শিবিরের আয়োজন করা হবে।
ছবি সুবল সাহা।
Be First to Comment