Press "Enter" to skip to content

দক্ষিণী প্রয়াস আয়োজন করল “সত্যত উল্লাস ’২৫”: সামগ্রিক উন্নয়ন ও সম্প্রদায়ের চেতনার উদযাপন….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১২ জানুয়ারি ২০২৫। দক্ষিণী প্রয়াস ২০২৫ সালের ১২ই জানুয়ারি তাদের খেলার মাঠে বার্ষিক অনুষ্ঠান “সত্যত উল্লাস ’২৫” উদযাপন করল, যেখানে সামগ্রিক শিক্ষার রূপান্তরকারী শক্তি তুলে ধরা হলো। মাদুরদহ সত্যবৃতি বিদ্যালয় (এমএসভি) এবং টিউটোরিয়াল প্রোগ্রামের ৩৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। খেলাধুলা, শিল্পকলা, সাংস্কৃতিক পরিবেশনা, এবং সম্প্রদায়ের উদ্যোগের মাধ্যমে এক বর্ণাঢ্য পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হেপ্টাথলিট এবং দু’বার এশিয়ান গেমসে রৌপ্য পদক জয়ী, মিস সোমা বিশ্বাস। তিনি ছাত্রছাত্রীদের উদ্যম ও দক্ষিণী প্রয়াসের সম্প্রদায়-কেন্দ্রিক শিক্ষার মডেলকে ভূয়সী প্রশংসা করেন। মিস বিশ্বাস বলেন, “আজকের অনুষ্ঠান যে দলগত কাজ এবং উৎসাহের চিত্র তুলে ধরল, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।”

১৯৯১ সালে মাদুরদহে একটি গাছের নিচে শুরু হওয়া দক্ষিণী প্রয়াস আজ আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য আশার আলো হয়ে উঠেছে। বর্তমানে এটি ৪০ জনেরও বেশি শিক্ষকের মাধ্যমে ৩৫০ জনের বেশি ছাত্রছাত্রীকে মানসম্মত শিক্ষা, পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্য পরীক্ষার সুবিধা এবং চিকিৎসা সহায়তা প্রায় বিনামূল্যে প্রদান করে। শিক্ষার বাইরেও, স্বনির্ভরতার পরিকল্পনা এবং পরিবেশ টেকসই প্রকল্পের মাধ্যমে এটি সমগ্র পরিবারকে ক্ষমতায়িত করছে।

“সত্যত উল্লাস ’২৫” দক্ষিণী প্রয়াসের টেকসই সম্প্রদায় উন্নয়নের স্বপ্নকে তুলে ধরে, যেখানে শিক্ষাকে সহ-পাঠক্রমিক কার্যক্রম, প্রবীণদের যত্ন এবং অভিভাবক পরামর্শদানের মতো উদ্যোগের সঙ্গে সংহত করা হয়েছে। আগামী তিন বছরের মধ্যে এই মডেল অন্যান্য সম্প্রদায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে।

দক্ষিণী প্রয়াস তাদের সমর্থক এবং সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছে যে এই অনুষ্ঠান তাদের অন্তর্ভুক্তিমূলক এবং উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের প্রতিশ্রুতির প্রতিফলন।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.