অনিন্দিতা চক্রবর্তী, বেলঘরিয়াঃ ১৭ আগস্ট ২০২১। কথাতেই আছে এক ফোটা রক্ত দিয়ে যদি একজন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানো যায় তাহলে জাতিবর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো মানুষের নৈতিক কর্তব্য। তাই এবার রক্তদান শিবির কর্মসূচি পালন করে জটিল রোগে আক্রান্তদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিল বেলঘরিয়া ইয়ুথ ক্লাব। বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে এক রক্তদান শিবির কর্মসূচীর আয়োজন করা হয়। করোনা আবহের জেরে রক্তদান বা মানুষের পাশে দাঁড়ানোর প্রবনতা অনেকটাই কমে গেছে ।
কোন কিছুর তোয়াক্কা না করে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে সবার আগে। জীব সেবাই শিব সেবা এই উক্তিটি মাথায় রেখে কোনো রকম রাজনৈতিক রং ছাড়া সকল মানুষের পাশে দাঁড়ানো তাদের উদ্দেশ্য । রক্তের অভাব ও থ্যালাসেমিয়া রোগীদের কথা মাথায় রেখে কামারহাটি পৌরসভার অন্তর্গত বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রত্যেক থ্যালাসেমিয়া রোগীদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজনীয়তা পড়ে গ্রীষ্মকালে এমনিতেই রক্তের চাহিদা বৃদ্ধি পায় এই রক্তের সংকট ও শিশুদের কথা মাথায় রেখে তাদের সাহায্যের জন্য বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক ফোটা রক্ত একটি মুমূর্ষু রোগীর প্রাণ ফিরে পেতে সাহায্য করে তাই এই দিন শতাধিক রক্তদাতা এই রক্তদান শিবির কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বেলঘরিয়া ইয়ুথ ক্লাব এর প্রত্যেকটি সদস্যকে তাদের এই দিনের এই রক্তদান শিবির অনুষ্ঠানকে কে সাফল্যমন্ডিত করতে সাহায্য করেছে থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়া।
এই এই দিনের এই রক্তদান উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, বিধায়ক মদন মিত্র, কামারহাটি বিধানসভার বিধায়ক জনসংযোগ সমন্বয়কারী শুভ্ররুপ মিত্র, উত্তর দমদম পৌরসভার উপ পৌরপ্রধান কল্যাণ কর, কামারহাটির ২১ নম্বর ওয়ার্ডের কো- অর্ডিনেটর সুশান্ত রায়, তৃণমূল নেতা রাণা চ্যাটার্জী, দমদম সংসদীয় তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি চিরঞ্জীব বিশ্বাস সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা। আগামীদিনেও এইভাবে মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস উদ্যোক্তাদের।
Be First to Comment