মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ৭ জুলাই, ২০২১। মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে উঠে কাঁথির ত্রিপল চুরি মামলা। এই মামলায় রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালত কে জানান – ‘ কাঁথির পুরসভার গোডাউন থেকে ত্রিপল চুরি কান্ডে প্রথমে জেনারেল ডায়েরি করা হয়েছিল। এরপর ঘটনার গুরুত্ব বুঝে এফআইআর দাখিল হয়। প্রভাবশালীদের নাম আসছে। তাই আরও তদন্ত প্রয়োজন ‘। এদিন বিচারপতি এডভোকেট জেনারেল কে প্রশ্ন করেন – ‘ এটি কি আদালত গ্রাহ্য অপরাধ, যদি তাই হয় সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছে এই বিষয়ে কোন লিগ্যাল ডকুমেন্ট আছে? ‘ রাজ্যের এডভোকেট জেনারেল অবশ্য আরও তদন্ত প্রয়োজন বলে বিষয়টি জানান। কলকাতা হাইকোর্ট এই এফআইআর খারিজ আবেদনে শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী কে কোন আইনী রক্ষাকবচ দেয়নি।এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার। গত শুনানিতে রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতি তদন্ত প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে তা জানতে চেয়েছিলেন ।সেখানে সরকারি আইনজীবী জানিয়েছেন – ‘এই মামলার তদন্ত চলছে।একজন কে গ্রেপ্তার করা হয়েছে আরেক অভিযুক্ত ফেরার রয়েছে ‘। যদিও ওইদিন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী জানিয়েছেন – ‘ গতবছর ডিসেম্বর মাসে কাঁথি পুরসভা থেকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব ছেড়েছেন সৌমেন্দু অধিকারী। ঘটনার দিন কাঁথির অফিসে জোর করে কয়েকটি লরি ঢোকানো হয়েছিল ‘। সম্প্রতি কলকাতা হাইকোর্টে এফআইআর খারিজ সহ আইনী রক্ষাকবচ পেতে দারস্থ হন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তাঁর আইনজীবী মারফত কাঁথি পুরসভার ত্রিপল চুরির মামলায় অভিযুক্ত হিসাবে এফআইআর টি খারিজ করার পাশাপাশি তদন্তে অন্তবর্তী স্থগিতাদেশ জারি চেয়েছিলেন। তবে কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারী ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে এফআইআর খারিজ কিংবা আইনী রক্ষাকবচ কোনটিই দেয়নি ।উল্লেখ্য, ইয়াস নামে প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী দুদিন পর গত ২৯ মার্চ কাঁথির পুরসভার গোডাউন থেকে ত্রিপল চুরি নিয়ে লিখিত অভিযোগ জমা পড়ে। সেখানে দুজন পুরসভার কর্মীর পাশাপাশি নাম জড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই তথা কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর। কাঁথি পুরসভার গোডাউন থেকে রাতের অন্ধকারে ত্রিপল চুরি হয়েছে। তাতে এঁদের নাম জড়ায়।এই এফআইআর টি খারিজ করার জন্য এবং তদন্তে অন্তবর্তী স্থগিতাদেশ জারি চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে জানিয়েছেন – ‘ ৯৫ সাল থেকে কাউন্সিলর, বিধায়ক, মন্ত্রী হয়েছি। লক্ষ্মণ শেঠের মত নেতাদের হারিয়ে সাংসদও হয়েছি একসময়। চলতি বিধানসভার ভোটে তৃণমূল নেত্রী কেও হারিয়েছি। তাই ত্রিপল চুরির মামলা দিয়ে শুভেন্দু অধিকারী কে রুখে দেওয়া অত সহজ নয়’। কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলে। সেখানে কোন নির্দেশিকা জারি করা হয় নি কলকাতা হাইকোর্টের তরফে। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে কোন আইনী রক্ষাকবচ না মেলায় অস্বস্তি ক্রমশ বাড়ছে শুভেন্দু অধিকারী সহ তাঁর ভাইয়ের।
ত্রিপল চুরি কান্ডে অব্যাহত শুভেন্দু – সৌমেন্দুদের অস্বস্তি ……।
More from GeneralMore posts in General »
- নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী পোড়ামা….।
- পরিবারে একত্রিত, বয়সে বিভক্ত: হেল্পএজ ইন্ডিয়ার প্রতিবেদন আন্তঃপ্রজন্মীয় বন্ধন কে জোরদার করার আহ্বান জানায়…।
- নতুন সংসার শুরু করার স্বপ্ন স্বামী স্ত্রীর চোখে, ভালোবাসার হাসি, প্লেনে চড়ার আনন্দ, বিদেশ যাত্রা সব কিছু কেমন যেন আকাশ এই মিলিয়ে গেল আর হঠাৎ করে হয়ে গেল সবাই আকাশের-তারা…।
- Lupin Receives Tentative Approval from U.S. FDA for Oxcarbazepine ER Tablets….
- ইংরেজি দৈনিক ইকো অফ ইন্ডিয়া গ্রুপের বিশ্ব পরিবেশ দিবস পালন…।
- Cycling is Faster than Perceived – Beats Cars in Congested Corridors….
Be First to Comment