নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৪ সেপ্টেম্বর ২০২৩। বিশ্বের বাঙালির কাছে দূর্গা পূজো সকোলের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার পুজো। সারাবছর বাঙালি অপেক্ষায় থাকে এই পুজোর চার দিনের জন্য। আনন্দে মেতে ওঠেন সবাই এই দূর্গা পুজোর কদিন। দেখতে, দেখতে তৃতীয় বর্ষে পদার্পন করল ওম স্কাইলারকের দুর্গাপুজা। অত্যন্ত যত্ন সহকারে আবাসিকরা এই পুজো করে থাকেন । বাঙালি ও অবাঙালি মিলিয়ে এইদিন প্রতিমার কাঠামো ও খুঁটিপুজোর আনন্দে মেতে ওঠেন। পুরাতন প্রথার সঙ্গে আধুনিক প্রথার মেলবন্ধন ঘটিয়েছেন তারা। পুজো মানে বাঙালিদের কাছে এক আনন্দের মূহুর্ত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফুল্ল চক্রবর্তী, রাকেশ পান্ডে, রাজেশ বেদ, কৌশিক পাল, দেবেন্দ্র বানসাল, তাপস রায় ও অন্যান্যরা। পূজো কমিটির পক্ষে প্রফুল্ল চক্রবর্তী ও রাকেশ পান্ডে সাংবাদিকদের জানান “এই পুজো আমাদের সবার ভালোবাসার মিলনের পুজো। আমরা সবাই মিলে পুজো করি, আনন্দ করি। এখানে আমরা খুব খুশী এই পুজোর আয়োজন করতে পেরে।
তৃতীয় বর্ষে পা দিল ওম স্কাইলার্কের দুর্গাপুজো….।
More from CultureMore posts in Culture »
- কালনাগিনী নদীবক্ষে গঙ্গারতি ও প্রণব সংস্কৃতি মেলা….।
- কেন্দ্রীয় অর্থ ছাড়া গঙ্গাসাগরের পৌরাণিক মাহাত্ম্য পূর্ণ মহর্ষি কপিল মুনির সাধনার স্থলের এই ঐতিহ্য রক্ষা করা যাবে না – স্বামী পরমাত্মানন্দ….।
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
More from InternationalMore posts in International »
- কালনাগিনী নদীবক্ষে গঙ্গারতি ও প্রণব সংস্কৃতি মেলা….।
- সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল কে সন্মান জানালো ইস্টবেঙ্গল ক্লাব….।
- মায়ের স্মৃতিতে শরৎশশীর বইমেলা সংখ্যা প্রকাশিত হলো…।…
- বিদেশীদের সঙ্গে মিলিত হয়ে ঠকানোর কাজ করছে স্যামসুং কোম্পানি – মৃদুল বিশ্বাস….।
- ভারতের শেষ প্রান্ত ধনুশকোটি….।
- কেন্দ্রীয় অর্থ ছাড়া গঙ্গাসাগরের পৌরাণিক মাহাত্ম্য পূর্ণ মহর্ষি কপিল মুনির সাধনার স্থলের এই ঐতিহ্য রক্ষা করা যাবে না – স্বামী পরমাত্মানন্দ….।
Be First to Comment