বড় দিন / মতিলাল পটুয়া
এলো রে সেই শুভ বড় দিন,
আমরা নাচব তাক ধিন ধিন।
যীশুর আজ শুভ জন্ম দিনে,
আজ কেক খাবো খুশি মনে।
আহা! হবে কতো আনন্দ মজা,
দেখব রঙিন সান্তা ক্লজ সাজা।
এভাবে তুমি বহুরূপে সেজে এসো ,
হাসি মজা দিয়ে শুধু ভালোবেসো।
প্রতি বছর তুমি এসো শুভ বড় দিন,
আমরা শুধবো প্রভু যীশুর যত ঋণ।
Be First to Comment