Press "Enter" to skip to content

তিনটি পর্বে অনুষ্ঠিত হলো চন্ডীতলা প্রম্পটার এর নবম বর্ষ নাট্য উৎসব ২০২১…..।

Spread the love


কেকা মিত্র : কলকাতা, ১৭ মার্চ, ২০২১।
চন্ডীতলা প্রম্পটার তিনটি পর্বে তাদের নবম বর্ষ নাট্য উৎসব পালন করলো। প্রথম পর্বে বিদ্যাসাগর কমিউনিটি হলে বেশ কয়েকটি নাটক মঞ্চস্থ হয় প্রথম পর্বে তিনদিনের নাট্য উৎসবে। এর মধ্যে নজর কাড়ে চন্ডিতলা প্রম্পটার এর দুটি নাটক। প্রথম টি প্রদীপ রায় নির্দেশিত ছোটদের নাটক
“অবাক জলপান”, দ্বিতীয়টি অয়ন রায় পরিচালিত বড়দের নাটক “ব্রজধামে বজ্রপাতে”।

আবার দ্বিতীয় পর্যায়ে তিনদিনের আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যাল ও আয়োজন করে চন্ডিতলা প্রম্পটার।
সম্প্রতি চন্ডিতলা প্রম্পটার তৃতীয় পর্বে তিনদিনের অন্তরঙ্গ নাট্যমেলা র আয়োজন করেছিলো বরিজহাটি স্পোটিং পল্লীর কলাকেন্দ্রে। এই নাট্য উৎসব উদ্বোধন করেন নাট্য নির্দেশক ও অভিনেতা গৌতম মুখোপাধ্যায় ও নাট্য গবেষক
তমাল মুখোপাধ্যায় ও সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ।তাদের হাতে স্মারক ও ফুল দিয়ে বরণ করেন চন্ডিতলা প্রম্পটার এর কর্ণধার ও নাট্য নির্দেশক প্রদীপ রায়। তারা “নাটকে জীবন জীবিকা নির্বাহ কি সম্ভব”? মঞ্চে এই নিয়ে আলোচনা করেন।
এই উৎসবের প্রথমদিন মঞ্চস্থ হয় শুভজিৎ বন্দ্যোপাধ্যায় নির্দেশিত থিয়েটার সাইনের নাটক “পোস্টমাস্টার”। ছিলো সোমেন মন্ডল নির্দেশিত কোননগর কথা মুখের নাটক “বীরাঙ্গনা”। সুখেন মাইতি পরিচালিত নাটক “কি কেলো, নাট্য তরঙ্গ র নাটক “পাথর”। নির্দেশক অরূপ চৌধুরী।

উৎসবের দ্বিতীয়দিন মঞ্চস্থ হয় ইফটা র নাটক “জিন তেরে বিন”। নির্দেশক দেবাশীষ দত্ত। পরের নাটকটি অশোক নগর নাট্যমুখ এর নাটক “কুহ কিনী বীররাত্রী”। নির্দেশক অভি চক্রবর্তী। মঞ্চস্থ হয় সন্ধ্যা ভারতী দলের নাটক “বিকলাঙ্গ কে”। নির্দেশনায় ছিলেন “বিকলাঙ্গ কে”?।
তৃতীয়দিন মঞ্চস্থ হয় কলকাতা প্রেক্ষাপটে র নাটক
“চৌর্যগাথা”।পরিচালনা অভিজিৎ গাঙ্গুলী। সেদিন মঞ্চস্থ হয় থিয়েটার পুস্পক এর নাটক “মা”। নির্দেশক আলোকপর্ণ গুহ। এই উৎসবের শেষ নাটক পরিবেশিত হয় সম্রাট মুখোপাধ্যায় নির্দেশিত নাটক “চিরকুট”। প্রযোজনা ইছাপুর
সন্ধিক্ষন”। সব মিলিয়ে সাড়ম্বরে উদযাপিত হলো নবম বর্ষে চন্ডীতলা প্রম্পটার এর নাট্যমেলা ২০২১। প্রতিদিন থিয়েটার দেখার দর্শক ছিলো চোখে পড়ার মতোন।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.