নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৫ ফেব্রুয়ারি, ২০২৩। মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে কলকাতা পৌরনিগমের ২৭ নম্বর ওয়ার্ড এর সুকিয়া স্ট্রীট ও কৈলাশ বোস স্ট্রীটের সংযোগ স্থলে কৈলাশ বোস স্ট্রীট এর উপর উন্মোচিত হল তারামায়ের মন্দির।
আজ রবিবার ৫ ফেব্রুয়ারি সকালে উত্তর কোলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ কলকাতার রাজনৈতিক জগতের একঝাঁক উজ্জ্বল মুখের উপস্থিতিতে তারামায়ের মন্দিরে পূজার্চনা শুরু হলো।
মায়ের মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে উপস্থিত ছিলেন কলকাতা পৌরনিগমের ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বোস কলকাতা পৌরনিগমের অপর পৌরপিতা স্বপন সমাদ্দার, তৃণমূল কংগ্রেস-এর ২৭ নম্বর ওয়ার্ডের সভাপতি রাজকিশোর গুপ্ত , স্থানীয় পৌরমাতা মীনাক্ষী গুপ্ত সহ স্থানীয় অঞ্চলের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত উল্লেখ্য, তারামায়ের মন্দির সংলগ্ন রাস্তার ধার সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছেন স্থানীয় পৌরমাতা মীনাক্ষী গুপ্ত।
এলাকার বিশিষ্ট সমাজসেবী গৌতম গুপ্ত জানিয়েছেন, “এই মন্দির নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর ভাবাবেগকে মর্যাদা দেওয়া হয়েছে। মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে এদিন ভাণ্ডারা দেওয়া হলো।
Be First to Comment