নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১০ই এপ্রিল ২০২২: টাটা গ্রূপের মালিকানাধীন এই দেশের সবচেয়ে বড় খুচরো গয়নার ব্র্যান্ড তনিশ্ক বাঙালির শুভ পয়লা বৈশাখ উপলক্ষে আজ ১০ এপ্রিল রবিবার ‘উত্তমা’ নামে এক এক্সক্লুসিভ গহনার সংগ্রহ লঞ্চ করল। বিশিষ্ট টলিউড অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী কলকাতার নিউটাউনের দি ওয়েস্টিন হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এই অনন্য সংগ্রহ প্রকাশ করেন।
উপস্থিত ছিলেন শ্রী অমিত ধরপ, রিজিওনাল বিজনেস হেড-ইস্ট, টাইটান কোম্পানি লিমিটেড। বাংলার মহিলাদের নিজের হাতে বেছে নেওয়া এক্সক্লুসিভ গয়নার এই সম্ভার মহিলাদের সেই বহুমুখিনতার উদযাপন, যা বাংলাকে প্রাণবন্ত এবং অন্য জায়গার চেয়ে সম্পূর্ণ ভাবে আলাদা করে তুলেছে।
নতুন বছরটাকে সত্যি সত্যি নতুনভাবে উদযাপন করার জন্য তনিশ্ক বাংলার অননুকরণীয় মহিলাদের এই সম্ভারে তাঁদের উৎসাহ উদ্দীপনা প্রকাশ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। এই প্রথম তনিশ্কের পয়লা বৈশাখ সম্ভার কিউরেট করার জন্য ৫০ এর অধিক আঞ্চলিক গয়নার ডিজাইনের উপর ভোট নেওয়া হয়েছিল এবং বাংলার ৭০০০ মানুষ ভোট দিয়েছেন।
নতুন সূচনার উৎসবের মেজাজ আরও জমিয়ে তুলতে বিখ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তীকে সেই সিগনেচার গয়নাগুলো পরে দেখা যাবে, যেগুলো বাংলার সেরা পছন্দ হিসাবে উঠে এসেছে।
জটিল ফিলিগ্রি থেকে শুরু করে একগুচ্ছ অসামান্য ডিজাইনের স্ট্যাম্প ওয়ার্ক সমেত এই সম্ভারে রয়েছে উৎসবের ও বিয়ের গয়নার এক বিস্তৃত রেঞ্জ, যা ডিজাইন করা হয়েছে বাংলার জোরালো প্রকাশভঙ্গির, সাংস্কৃতিকভাবে উদার নারীর জন্য। তার সংকল্পের মত ঝিকিয়ে ওঠা চূড়ই হোক অথবা তার ঐতিহ্য মনে করিয়ে দেওয়ার মত সুরেলা বালাজোড়ার টুংটাং বা ঝুলন্ত সীতাহার যা তার হাসিতে ঝলমল করে ওঠে – এই সম্ভার বাংলার সংস্কৃতির এক অনন্য মিলনক্ষেত্র। এই হাতে তৈরি গয়নাগুলো প্রত্যেকটাই বাংলার বহু কারিগরের কাজ এবং তাঁদের মৌলিক ডিটেলিং ও জটিল কারিগরিই এগুলোর সত্যিকারের বাঙালিয়ানায় ভাস্বর করেছে। তাতেই এগুলো অসামান্য হয়ে উঠেছে।
এক সাবেকি ও মনেপ্রাণে বাঙালি বাড়ির পটভূমিতে তৈরি মিমি অভিনীত ক্যাম্পেনটি নানারকম অনুভূতি প্রকাশ করে। প্রত্যেকটি দৃশ্য থেকে বাঙালিয়ানা চুঁইয়ে পড়ে, যা চিন্তাভাবনার দিক থেকে সত্যিই স্পষ্ট ও উদার।
তনিশ্কের স্বাতন্ত্র্যপূর্ণ ‘উত্তমা’ সম্ভার হলুদ সোনার উপর সাবেকি বাঙালি ডিজাইনে তৈরি, যাতে সামান্য আধুনিকতা মিশে আছে। তাই বাঙালি নারীর সকল ইন্দ্রিয়ের কাছেই এর আবেদন রয়েছে।
‘উত্তমা’ সম্ভারের লঞ্চ সম্পর্কে অমিত ধরপ, রিজিওনাল বিজনেস হেড ইস্ট, টাইটান কোম্পানি লিমিটেড বললেন, “পয়লা বৈশাখ মানে হল নতুন ইতিবাচক মনোভাব এবং নতুন আশা নিয়ে একটা নতুন বছর শুরু করা। এবারে আমরা বাংলার মহিলাদের কিছু নতুন এবং অনন্য জিনিস দিতে চেয়েছিলাম। এই শুভ নববর্ষকে সত্যি সত্যি বিশেষ করে তুলতে বাংলার মহিলাদের জন্য নিজেদের উৎসাহ উদ্দীপনায় ‘উত্তমা’ সম্ভার বেছে নিয়েছেন বাংলার মহিলারাই। আমাদের বাঙালি কারিগররা সূক্ষ্ম চূড়, বালা, সীতাহার, কান, শাঁখা, পলা এবং আরও অনেককিছুতে জটিল ফিলিগ্রি, চিল্লাই এবং স্ট্যাম্প ওয়ার্ক করে সৃষ্টি করেছেন হাতে তৈরি অসামান্য সোনার গয়না। প্রত্যেকটা গয়না বাংলার মহিলাদের সেই বহুমুখী ও স্বতন্ত্র ব্যক্তিত্বের উদযাপন, যা বাংলাকে প্রাণবন্ত এবং সত্যি সত্যি বাঙালি করে তুলেছে।
এই উৎসব উপলক্ষ মিমি চক্রবর্তী বলেন “পয়লা বৈশাখ বছরের শুভ সূচনা নির্দেশ করে। আমাদের সবার কিউরেট করা তনিশ্কের ‘উত্তমা’ গহনার সম্ভার পরে উৎসবে আনন্দ করার চেয়ে এই শুভদিন উদযাপন করার আর কী ভাল উপায় থাকতে পারে! প্রত্যেকটা গয়না আমাদের নিজেদের বাঙালি কারিগররা ভালবেসে বানিয়েছেন আর এগুলো আপনারই পছন্দের প্রতিফলন। এই সম্ভার আপনার এথনিক এবং এথনো-কনটেম্পোরারি পোশাকের সাথে নিখুঁতভাবে মানিয়ে যাবে। আমি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে তনিশ্কের পয়লা বৈশাখ সম্ভার – উত্তমা – লঞ্চ করতে পেরে সম্মানিত বোধ করছি এবং সকলের আগামী দিনগুলো সোনালি হয়ে উঠুক এই কামনা করছি। শুভ নববর্ষ।”
Be First to Comment