Press "Enter" to skip to content

তথ্য বিকৃতির বিদেশি হস্তক্ষেপের বিষয় আলোচনা সভা…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৮ নভেম্বর, ২০২৫। তথ্য বিকৃতির মাধ্যমে দেশে স্থিতিশীলতা বিনষ্ট করার বিদেশি হস্তক্ষেপ নিয়ে শনিবার প্রেস ক্লাব, কলকাতায় এক আলোচনা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি ইন্ডিয়ান জার্নালিস্টস এসোসিয়েশন (আইজেইউ)-র সহযোগিতায় আয়োজিত হয়।
পোল্যান্ডের থিংক ট্যাঙ্ক, সেন্টার ফর ইন্টারন্যাশনাল রিলেশনস এর সভাপতি এবং ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মালগোজাতা বোনিকোভস্কা ইউরোপীয় দেশগুলির অভিজ্ঞতার প্রেক্ষিতে বিষয়টির পর্যালোচনা করেন। বিদেশি রাষ্ট্র ও অন্যান্য সংস্থার তৈরি বিভ্রান্তিকর সংবাদ মোকাবিলা করার জন্য একটি সুসংহত পরিকাঠামো তৈরির আহ্বান জানান। আইজেইউ প্রতিনিধি ও বরিষ্ঠ সাংবাদিক সাবিনা ইন্দরজিতও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

More from GeneralMore posts in General »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.