মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ২৩ নভেম্বর, ২০২২। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ডেঙ্গু নিয়ে এক জনস্বার্থ মামলা গ্রহণ হয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। এই মামলার মামলাকারী আইনজীবী হিসাবে রয়েছেন শমীক বাগচি। ডেঙ্গি নিয়ে নজরদারি চালানোর জন্য একটি ‘মনিটরিং সেল’ গঠন করার পাশাপাশি ডেঙ্গি মোকাবিলায় মেডিক্যাল কমিশন গঠনের আর্জি জানিয়েছেন মামলাকারী। তাঁর আইনজীবী শমীক বাগচী ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। তার ভিত্তিতে মামলাটি গ্রহণ করে প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে।আইনজীবী শমীক বাগচি জানান, -‘ রাজ্যে ডেঙ্গির প্রকোপ ক্রমশ বেড়ে চলেছে। গত কয়েকদিনে সারা রাজ্য জুড়ে বেশ কয়েকজন মারাও গিয়েছেন ডেঙ্গিতে। গত ১৬ নভেম্বর মালদায় ১৩ বছরের এক কিশোর ডেঙ্গিতে মারা যায়। অথচ কলকাতা পুরসভা সহ অন্যান্য পুরসভা ডেঙ্গি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ। রাজ্যের পঞ্চায়েতগুলিও ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ। হাসপাতালগুলিতে প্লেটলেটের অভাব রয়েছে। তাই এ বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে। মেডিক্যাল কমিশন ও মনিটারিং সেল গঠনের পাশাপাশি মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আর্জি জানানো হয়েছে’।
ডেঙ্গু মোকাবিলায় মামলা হাইকোর্টে….।

More from CourtMore posts in Court »
- হাওড়া জাতীয় লোক আদালতে নিস্পত্তি মামলার আর্থিক পরিমাণ ৮ কোটি ১৫ লাখ টাকা….।
- ল্যান্ড ট্রাইবুনালের ২৫ বর্ষপূর্তি উদযাপন…।
- হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার কে সংবর্ধনা প্রদান করলো লিগ্যাল এইড ফোরাম…।
- আইনজীবী অলোক কুমার দাস ২৭ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শামলা আগলে রেখেছেন….।
- প্রয়াত বিচারকের মৃত্যুবার্ষিকী মঙ্গলকোটে
- সংবাদ বিষয়ক মামলায় হাইকোর্টের আদেশনামা দাখিল করা হলো কালনা আদালতে….।
More from HealthMore posts in Health »
- ডিমেনশিয়ার চিকিৎসায় কলকাতায় জাতীয় সংগঠনের ঘোষণা ‘ডিগনিটি’ সংস্থার….।
- Inspiration for Festive Feels in the Kitchen….
- GD Hospital & Diabetes Institute takes a step ahead in Empowering Patients during National Nutrition and Patient Safety Month….
- Fun floor games to try with pets….
- হৃষিকেশ পার্কে মিলন সমিতির তাঁবুতে থ্যালাসেমিয়া ও স্ট্রোক প্রতিরোধ বিষয়ে সচেতনতা শিবির….।
- Curtain Raiser of Stress Management Seminar with Guruji Shri C. Kailash…..
Be First to Comment