শিখা দেব : কলকাতা, ২৫ আগস্ট ২০২৩। ডুরান্ড কাপ ফুটবলের সেমি ফাইনালে পৌঁছে গেলো ইস্টবেঙ্গল গোকুলাম কেরলকে হারিয়ে। লাল হলুদ ব্রিগেড জিতল ২-১ গোলের ব্যবধানে। খেলার শুরু থেকে আক্রমণে ঝড় তুলতে থাকে ইস্টবেঙ্গল। সেন্টার হওয়ার সঙ্গে সঙ্গে কর্নার পায় লাল হলুদ ব্রিগেড। কর্নার থেকে বল চলে আসে জর্ডন এলসের কাছে। এলসের দুরন্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন । পাল্টা আক্রমণ গড়ে তুলে প্রথম পর্বে সমতা ফেরাতে পারে নি গোকুলাম।
খেলার দ্বিতীয় পর্বের খেলা শুরু হতেই গোকুলাম জোর আক্রমণ শানালে ৫৭ মিনিটে বউমা গোল করে সমতা ফেরান। আবার কৌশল করে আক্রমণ গড়ে তুলে প্রতিপক্ষ দলকে চাপে রাখে লাল হলুদ ব্রিগেড। চকিত আক্রমণ গড়ে তোলে ইস্টবেঙ্গল। সেই আক্রমণ প্রতিহত করতে গিয়ে বউমা নিজেদের গোলের জালে বল জড়িয়ে দেন। এই গোলের সুবাদে ইস্টবেঙ্গল ২-১ গোলে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে।
ডুরান্ড কাপ ফুটবলের সেমি ফাইনালে পৌঁছে গেলো ইস্টবেঙ্গল….

More from InternationalMore posts in International »
- বিদ্যাসাগর মহাশয়ের ২০৩ তম জন্মদিবস উপলক্ষে মিলন সমিতি(ঋষিকেশ পার্ক )-এর পক্ষ থেকে মাল্যদান ও পুষ্প স্তবক প্রদান…।
- পঞ্চাশের দশকে সঙ্গীত পরিচালক, সুরকার এবং গায়ক হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়ের নাম আকাশস্পর্শী ছিলো….।
- স্বাস্থ্য পরিষেবায় ডিসান হাসপাতাল “দ্য হার্ট ক্লাব” চালু করেছে : কার্ডিয়াক স্বাস্থ্যের জন্য একটি বৈপব্লিক উদ্যোগ….।
- Durga Puja: TV9 বাংলা ও পালস ক্যান্ডির সঙ্গে মেতে উঠুন পুজোর আনন্দে….।
- “এসো মা দুর্গা” ভারতীয় তাঁত ও হস্তশিল্প প্রদর্শনী সহ বিক্রয় শুরু হলো কলকাতায়….।
- কর্ণাটক এর উদিপিতে আস্ত একটা স্কুলকে ট্রেনের আদল দেওয়া তা যেন সকলেরই নজর কেড়েছে…..৷
More from SportMore posts in Sport »
- Muthiah Muralidaran is all set to arrive in Kolkata to promote his upcoming biographical movie 800…
- অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেহুলি ঘোষের হাত ধরে এশিয়ান গেমসের তরফে ভারতের ঝুলিতে এল প্রথম পদক….।
- সি.আই.এস.সি.ই. ন্যাশনাল ক্যারাটেতে পূর্ব বর্ধমানের ইশানীর সোনা জয়….।
- শারদীয়া উৎসবের আগে নৌকো বাইচ প্রতিযোগিতা হলো বিদ্যাধরী নদীতে….।
- Aamar Kolkata, Aamar Run is here So cholo Kolkata let’s run!!….
- শেন ওয়ার্নের জীবন শুধুমাত্র ‘সাফল্যমণ্ডিত’-ই ছিল না; ছিল অসংখ্য বিতর্কও…..।
Be First to Comment