Press "Enter" to skip to content

ডাঃ সুবীর গাঙ্গুলির নেতৃত্বে পাঁচটি ক্লাব সংগঠন কে সাথে নিয়ে নামমাত্র মূল্যে করোনা আক্রান্ত প্রতিবেশীদের দিকে সাহায্যের হাত…. I

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ৬ জুন, ২০২১। করোনা অতিমারী আমাদের শিখিয়ে দিয়েছে কোন কাজই একার দ্বারা সম্ভবপর নয়। করোনা কে হারাতে এবং করোনা আক্রান্তদের পাশে থাকতে দেশ, রাজ্য ও শহর সর্বত্রই যৌথ উদ্যোগে ইতিমধ্যেই পরিষেবা দান শুরু হয়ে গেছে। পুরোনো দিনের সেই প্রবচন ‘দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ’ সকলে মিলে এক সাথে চলার এবং কাজ করার আনন্দই আলাদা। এইসব কথা মাথায় রেখে গত ৫ জুন একজোট উত্তর কলকাতার বনেদিপাড়া সুকীয়া স্ট্রীট সংলগ্ন পাঁচটি ক্লাব সংগঠন। এই পাঁচটি সংগঠন হলো বৃন্দাবন মাতৃ মন্দির, আমরা সবাই, হ্যাপি ক্লাব, মিলন সমিতি -হৃষিকেশ পার্ক,বিদ্যাসাগর পার্ক মর্নিং ওয়াকার্স এসোসিয়েশন এবং ফাইট ক্যান্সার। সমগ্ৰ পরিকল্পনার নেপথ্যে আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক ডাঃ সুবীর গাঙ্গুলি। উদ্দেশ্য সামান্য পরিষেবা মূল্যে করোনা আক্রান্ত প্রতিবেশীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। একাধারে Covid RTPCR টেস্ট থেকে আক্রান্তের বাড়িতে অক্সিজেন ক্যান্সেন্ট্রেটর পৌঁছানো, এম্বুলেন্স পরিষেবা, বাড়িতে খাবার সরবারহ – ওষুধ -টেলি মেডিসিন -বাড়ি স্যানিটাইজেশন -সেফ হোম সহ প্রায় সবকিছু। গত ৫ইজুন বিশ্ব পরিবেশ দিবসে ডানা মেলছে সাধ্যের মধ্যে অসাধ্য সাধনের এই প্রয়াস। এ ছাড়াও রাজ্যে রক্ত সংকটের কথা ভেবে  এবং সঙ্কটাপন্ন রোগীদের কথা মাথায় রেখে আগামী ১৩ই জুন বিশ্ব রক্তদাতা দিবসের প্রাক্কালে একজোট হয়ে আপদকালীন রক্তদান শিবিরের ঐক্যবদ্ধ আহ্বান জানিয়েছেন ক্লাব উদ্যোক্তারা।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.