গোপাল দেবনাথ : কলকাতা, ৩১ আগস্ট ২০২১। বর্তমান সময়ে একটা কথা খুব শোনা যায় তা হল আত্মনির্ভর। সরকারি স্লোগান “আত্ম নির্ভর ভারত”। এই নামেই যে একটা ডকু ফিচার হতে পারে তা ভাবাই যায় না। সম্প্রতি কলকাতা প্রেসক্লাবে এই নামেই ডকু ফিচার “আত্ম নির্ভর ভারত” এর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক ডঃ রাজীব পাল, পরিচালক শুভেন্দু দাস, যুবরাজ আনন্দ রাও ঠাকরে, রনি বিসওয়াল ও রীতেশ কুমার।
এই সিনেমা কোন সরকারি সাহায্যে তৈরি করা নয় এবং এর সাথে কেন্দ্রীয় স্লোগানের কোনো সম্পর্ক নেই। জন্মকাল থেকে এক শারীরিক ভাবে প্রতিবন্ধীর লড়াই এর আপসহীন কাহিনী। যে মানুষটি কে সেই ছোট্ট বেলা থেকে দুটো লাঠিতে ভর দিয়ে চলতে হয়। অসম্ভব দারিদ্রের সাথে লড়াই করে জয়ী হওয়া খুব সহজ সাধ্য নয়। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই। ইচ্ছে থাকলে যে সবরকম প্রতিবন্ধকতা জয় করা সম্ভব, এই ৪৫ মিনিটের সিনেমাতে এই সবই দেখা যাবে। জাপানে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকস এ প্রতিবন্ধী প্রতিযোগীদের সফলতা চোখে আঙুল দিয়ে দিয়েছে সাধারণ মানুষের চেয়ে তাদের সফলতা বরং একটু বেশিই বলা যেতে পারে।
বর্তমানে এই যুবক এখন একটি মশলা কোম্পানির কর্ণধার। এই ডকু ফিচারের শুটিং হয়েছে কলকাতা, অমরাবতী ও ইন্দোর এ। এই সাংবাদিক সম্মেলনেই আত্ম নির্ভর ভারত এর ট্রেলর লঞ্চ হয়েছে।
Be First to Comment