-দূরত্ব-
ভাস্কর ভট্টাচার্য –
এখন তোমার, আমার হাতে হাত রাখতেও ভয়
কিন্ত এমন তো কথা নয়,
তোমার ওষ্ঠের লবণস্বাদ, শত যোজন দূরত্বকে একাত্ম করেছিল, কাছে এনেছিল
ঠোঁটেই তো জমা থাকে আকণ্ঠ বিশ্বাস।
কাঁঠালের নিঃশব্দ ছায়ায়
আমি প্রতিদিন দেখি মা- পাখির বাৎসল্য।
ঠোঁঠই তো আমায় চিনিয়ে ছিল নায়াগ্রার প্রেম
আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে শিরা উপশিরা বেয়ে
নীল পাখি প্রতিদিন ফিরেছে কোয়াদ্রিসের বুক ছুঁয়ে
একদল মৌমাছি শুনিয়েছে মোৎসার্ট।
রৌদ্রমাখা কম্পিত প্রজাপতির ছায়ায় মায়ায়
আমরাও ভেসেছি, হেসেছি সমুদ্রখেলায়
কোথা থেকে দূরত্ব এল এক অবেলায়।
হাতের মধ্যে সিধোয় হাত, মুখের মধ্যে মুখ
ভেসে এল মন খারাপের কোবিড অসুখ।
- কোয়াদ্রিস লেবাননের এক অপূর্ব প্রকৃতি।
ছবি ঋণ : গুগল
Be First to Comment