বাবলু ভট্টাচার্য : পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম, ফরাসি স্থাপত্যের অনন্য নিদর্শন প্যারিসের আইফেল টাওয়ার। ফরাসি ভাষায় লা তুর্ ইফেল্ ( la Tour Eiffel ) প্যারিস শহরে অবস্থিত একটি লৌহ কাঠামো যা ফ্রান্সের সর্বাধিক পরিচিত প্রতীক।
ঠিকানা : চ্যাম্প দ্য মার্শ, ৫ এভিনিউ, অ্যানাটোলফ্রান্স, প্যারিস ৭৫০০৭ ।
টাওয়ারটি ১৮৮৯ সালের বিশ্বমেলার জন্য নির্মাণ করা হয়েছিল। ফরাসি সিভিল ইঞ্জিনিয়ার গুস্তাফ আইফেল নির্মিত ৩২৪ মিটার উচ্চতার এই টাওয়ারটি ছিল ১৮৮৯ সাল থেকে পরবর্তী চল্লিশ বছর যাবৎ পৃথিবীর উচ্চতম টাওয়ার।
১৮,০৩৮ খন্ড লোহার তৈরি বিভিন্ন আকৃতির ছেট-বড় কাঠামো জোড়া দিয়ে এই টাওয়ার তৈরি করা হয়েছিল। লেগেছিল ২৫ লাখ নাটবল্টু। ৩০০ শ্রমিক এই নির্মাণ যজ্ঞে অংশ নিয়েছিল। নির্মাণ শেষে এর ওজন হয় দশ হাজার টন!
১৮৮৭ সালের ২৮ জানুয়ারি এর নির্মাণ শুরু হয়ে ১৮৮৯ সালের ১৫ মার্চ শেষ হয়। ১৮৮৯ সালের ৩১ মার্চ প্যারিসের আইফেল টাওয়ারের উদ্বোধন হয় এবং সেইদিন এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
নির্মাতা ইঞ্জিনিয়ার গুস্তাফ আইফেলের নামানুসারে এর নামকরণ করা হয়েছে।
প্রতি বছর প্রায় ৭০ লক্ষ দর্শনার্থী এটি দেখতে আসেন। এই টাওয়ারে ১৬৬৫ টি সিঁড়ি আছে। আইফেল টাওয়ারে একটি সংবাদপত্র অফিস, পোস্ট অফিস, বৈজ্ঞানিক গবেষণাগার ও একটি থিয়েটার হল আছে।
Be First to Comment