বিশেষ প্রতিনিধি : ১৬ই সেপ্টেম্বর ২০২১, কলকাতাঃ টিউটোপিয়া লার্নিং অ্যাপের অভিনব উদ্যোগে আয়োজিত হলো ৬৮৫ কিলোমিটার বিরতিহীন দিন ও রাতব্যাপী কলকাতা থেকে গ্যাংটক(K2G) রিলে দৌড় প্রতিযোগিতা। এগারো জন ক্রস-কান্ট্রি অভিজ্ঞ দৌড়বিদরা অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। সমগ্র দৌড়ের গতিপথ নির্ধারিত ৬০ ঘন্টার মধ্যে সম্পন্ন করবে তারা। ১৬ই সেপ্টেম্বর ২০২১ এর ভোরে কলকাতা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা। ফ্ল্যাগ অফ করলেন শ্রী অরুণ সিং। দৌড়বিদরা কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, ইসলামপুর হয়ে শিলিগুড়ি পৌঁছাবে এবং তাদের যাত্রা শেষ হবে গ্যাংটক-এ।
“স্বাস্থ্যসচেতনতা, ফিটনেস, এবং অ্যাডভেঞ্চারের উন্মাদনা প্রচার করতে এই অভিনব উদ্যোগ। কোভিড মহামারীকালে সুস্থ এবং ফিট থাকা ভীষণ জরুরী সেই ভাবনাকে গুরুত্ব দিতে স্বাস্থ্যসচেতন হওয়ার বার্তা প্রচার করতে চায় টিউটোপিয়া”, জানান টিউটোপিয়া লার্নিং অ্যাপের ডিরেক্টর শ্রী সুব্রত রায়। যাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব- সোহম চক্রবর্তী, গৌরব চ্যাটার্জী, দেবলীনা কুমার, অনিন্দ্য চ্যাটার্জী, সোহম মজুমদার এবং অঙ্কিতা চক্রবর্তী।
প্রতিটি দৌড়বিদ গড়ে প্রায় ৬২ কিলোমিটার রাস্তা দৌড়ে কভার করবে “অনেকের কাছেই এই রিলে রেস একপ্রকার পাগলামি হলেও যারা বিষয়টিকে সমর্থন করছেন তাদের ভাষায় এটি একপ্রকার ‘ক্রেজি ব্রাইট’। অর্থাৎ এর একটি উজ্জ্বল দিক রয়েছে। এইধরনের দীর্ঘ দৌড় প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থা করা একদমই সহজ কাজ ছিল না। কিন্তু টিউটোপিয়া লার্নিং অ্যাপের ঐকান্তিক প্রচেষ্টা ও নিখুঁত পরিকল্পনার ফলে এটি সম্ভবপর হয়েছে”, জানান অ্যাপের ডিরেক্টর শ্রী অনুরাগ চিরিমার।
টিউটোপিয়া লার্নিং অ্যাপের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে ৬৮৫ কিলোমিটারব্যাপী কলকাতা-গ্যাংটক চেজ……।
More from EducationMore posts in Education »
- Hon’ble Governor of Assam, graces the ICSI’s 26th National Conference of Practicing Company Secretaries in Guwahati….
- West Bengal Students Shine in NEET UG 2025 with Stellar Performance from Aakash Institute….
- Aditya Academy Secondary, Barasat Offers a Safe and Enriching Hostel Life for Young Learners….
- Management Development Institute (MDI) and The Institute of Leadership, Entrepreneurship, and Development (iLEAD) Sign Memorandum of Understanding…..
- Techno India University Hosts Global Summit on “Wealth from the Blue: Opportunities and Challenges” on World Environment Day 2025….
- জ্যোতির্ময় পাবলিক স্কুল পার্ক সার্কাসে শিক্ষার সঙ্গে শিল্প ও খেলাধুলার মেলবন্ধনে এক বর্ণময় উদ্যাপন….।
More from SportMore posts in Sport »
- পাঁচ রাজ্যের প্রতিযোগী শাহেনশা ই হিন্দুস্থানে….।
- মোহনবাগানের নতুন সচিব সৃঞ্জয় বসু কাজ শুরু করে দিলেন….।
- সল্টলেকে ফাটাফাটি ফুটবল টুর্নামেন্টে জমজমাট লড়াই, চ্যাম্পিয়ন সুকান্তনগর স্পোর্টিং ক্লাব….।
- ১৩৪ বছরের ডুরান্ড কাপ এবারে পাঁচ রাজ্যে…।
- টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে শর্ত আছে তিনি মাঝ পথে ছেড়ে দিয়ে ছেলেকে বসাতে পারবেন না….।টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে শর্ত আছে তিনি মাঝ পথে ছেড়ে দিয়ে ছেলেকে বসাতে পারবেন না….।
- Techno India University and NoScope Gaming brings the National Finals of University Esports Championship 2025 to Kolkata….
Be First to Comment