সায়ন দেবনাথ : কলকাতা, ১৫ আগস্ট, ২০২৪। ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত টালিগঞ্জে স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠে মহাসমারোহে পালিত হ’ল ৭৮ তম স্বাধীনতা দিবস। এ-উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের সেক্রেটারি ও ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী সংঘাত্মানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন স্বামী প্রনবানন্দ বিদ্যাপিঠের দিবা বিভাগের টিচার ইনচার্জ মৌসুমী গোস্বামী, প্রাতঃবিভাগের প্রধান সুপ্রিয়া তালুকদার ও ওই বিভাগের সহ-প্রধান শিক্ষিকা অনুরাধা বসু ও গৌড়ীয় মঠের অচ্যুতানন্দ দাস ব্রম্ভচারী,ভারত সেবাশ্রম সঙ্ঘের অরিন্দমানন্দজী মহারাজ।
স্বামী সংঘাত্মানন্দজী মহারাজ বলেন, স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে।
স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের পড়ুয়ারা এদিন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে বিবিধ বক্তৃতার মাধ্যমে। তাদের নৃত্য, গীত ও আবৃত্তির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
টালিগঞ্জে স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠে স্বাধীনতা দিবস উদযাপন….।
More from EducationMore posts in Education »
- All India Council for Technical Education (AICTE) & Ministry of Education Innovation Cell organises Innovation Design and Entrepreneurship Boot camp at Sister Nivedita University on 29th & 30th November 2024…..
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সুনীতিকুমার স্মারক বক্তৃতার সূচনা
- নিবেদিতা বিদ্যালয়ের ১২৫ তম বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল গিরিশ মঞ্চে….।
- Global Scholastics to help students find their universities worldwide for higher studies….
- “Wandering Mind by Sradhanjali” – Art Therapy Workshop Success in Barrackpore….
- স্নাতকোত্তরে ল’ কোর্স শুরু কল্যাণী বিশ্ববিদ্যালয়ে….।
More from InternationalMore posts in International »
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- পুর্ব ছাড়িয়ে পশ্চিম মেদনীপুরের মাটিতেও সাফল্য ইন্দ্রানী ধানবীজের….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- এসো আমার ঘরে এসো….।
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
- আপারকেস কলকাতার সিটি সেন্টার ১এ প্রথম স্টোর উদ্বোধন করল, লক্ষ্য ১০০টি স্টোর খোলার…।
Be First to Comment