Press "Enter" to skip to content

টাটা স্ট্রাক্চুরা প্যারা-অ্যাথলিটদের অনমনীয় উদ্যমকে সম্মান জানালো…………..

Spread the love

নিউজ স্টারডম : ৮ আগস্ট, ২০২০। টাটা স্ট্রাক্চুরা এসভিএফ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় “একলা চলো রে” ক্যাম্পেনের সূচনা করলো। ক্যাম্পেনটি অনুপম রায়ের কণ্ঠে ও সুরে একটি বাংলা রবীন্দ্রসঙ্গীত “একলা চলো রে” গানের ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। মূলত স্বাধীনতা আন্দোলনের সময় অনুপ্রাণিত করার জন্য তৈরি এই “একলা চলো রে” গানটি আজও প্রাসঙ্গিক, বিশেষত এই কঠিন সময়ে। সঙ্গীত ভিডিওতে সাইক্লিং, সাঁতার, দৌড়, খেলা এবং ফুটবল এর দুনিয়ার শীর্ষস্থানীয় প্যারা-অ্যাথলিটরা রয়েছেন, যারা বহুবাধা সত্ত্বেও তাঁদের জীবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। প্যারা-অ্যাথলিটদের অশেষ সাহসকে সম্মান জানিয়ে তৈরী সঙ্গীত ভিডিওটির লক্ষ্য অন্যদের উৎসাহিত করা যাতে তাঁরা কখনও তাঁদের স্বপ্নকে, তাঁদের লক্ষ্যকে ছেড়ে না দেন বরং তা প্রতিপালনের মাধ্যমে কিভাবে বাস্তবায়িত হয় তা দেখানো।

টাটা স্টীলের স্ট্রাকচারাল স্টীল টিউব ব্র্যান্ড, টাটা স্ট্রাক্চুরা দেশের বহু বিমানবন্দর, মেট্রোর মতো বিশেষ বিশেষ পরিকাঠামো নির্মাণে অনেক ইঞ্জিনিয়ারদের এবং স্থপতিদের কল্পনাকে বাস্তব রূপ দান করেছে। টাটা স্ট্রাক্চুরা সব সময়ই উৎসাহীদের আকাঙ্ক্ষা পূরণে সমর্থন করে।

এই উপলক্ষ্যে টাটা স্টীলের চিফ অফ মার্কেটিং অ্যান্ড সেলস (টিউবস) শ্রী প্রভীন শ্রীবাস্তব বলেন – “মহামারীর সময়ে অনুপ্রাণিত করা প্রয়োজন যাতে কেউ কখনও তাদের স্বপ্ন থেকে সরে না যান বরং সময়ের সাথে সামনের দিকে এগিয়ে চলেন। আমরা আশা করি যে এই মিউজিক ভিডিওটি সবার মধ্যে স্বপ্ন রক্ষার সেই স্ফুলিঙ্গ জ্বালিয়ে তুলবে”।

এসভিএফ ব্র্যান্ডের প্রধান অরিন্দম বিশ্বাস বলেন: “আমরা এই প্যারা-অ্যাথলিটদের প্রবল পরাক্রমতার সাথে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে মাথা উঁচু করে এগিয়ে চলার উদাহরণ প্রদর্শনের মাধ্যমে সমাজে আন্তনির্ভরশীলতা, স্বনির্ভরতার ধারণা গড়ে তুলতে চাই। আমরা তাঁদের জীবনের ঘটনাগুলি সবার নজরে আনতে চাই যা আমাদের আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে সে যত কঠিন পরিস্থিতিই হোক না কেন। এই ক্যাম্পেনটি আমাদের কাছে একটি স্মরণীয় অভিজ্ঞতা, টাটা স্টিল গ্রূপের সাথে এমন আরও আকর্ষণীয় ব্র্যান্ডেড-বিষয়বস্তু সবার সামনে আনতে আমরা আগ্রহী।”

টাটা স্ট্রাক্চুরা এবং এসভিএফ এর অফিসিয়াল সোশাল মিডিয়া চ্যানেলগুলিতে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

Video Links:
https://bit.ly/Ekla_Cholo_Re

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.