অর্জুন চক্রবর্তী : বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী
একটা শালিক এসে বসে ,
জানালার ধারে , আমার গা ঘেঁসে ।
আমার চা খাওয়া, কাগজ পড়া ।
সবেতে তার কৌতুহলী নজর ।
ঘন বাদামী হলুদ রং পালক ।
মাঝে মাঝে বড় অহংকারী লাগে ।
কার্নিশের টবে তার বালি স্নান ,
রাত পোয়ান বিধ্যস্ত ফড়িং ধরা ,
পাখিদের সাথে বস্তি মার্কা ঝগড়া ,
আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে ।
তার সেই নির্ভিক চাহুনি ।
কিসের এত ? কি আছে ওর ?
আচমকা খেয়াল হয় ,
একতরফা কাঁচে আমি দেখি ওকে !
ও নয় !
আমার দুখঃ জ্বালা অসহায়তা ,
ওকে স্পর্শ করেনা ।
ওর জন্ম আর মৃত্যুর মাঝে আছে
শুধু অনন্ত আকাশ আর প্রকৃতি ।
বোধ জাগে মাথা নত হয়ে আসে ,
একতরফা কাঁচ ঝাপসা ।
ডানা মেলে ঝাঁপ দ্যায় ভোরের বুকে ।
অহংকারী শালিকটা ।
Be First to Comment