নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৫ জুন ২০২৫: জ্যোতির্ময় পাবলিক স্কুল, পার্ক সার্কাস, মে মাসের শেষ সপ্তাহে একটি সামার ক্যাম্প এবং বসে-আঁকো প্রতিযোগিতার সফল আয়োজনের মাধ্যমে সর্বাঙ্গীন শিক্ষার প্রতি তাদের অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করেছে।পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করে, যা একে একটি অন্তর্ভুক্তিমূলক এবং রাজ্যব্যাপী সৃজনশীলতার উৎসবে পরিণত করে। এই অনুষ্ঠানগুলো সৃজনশীলতা, সহযোগিতা এবং ব্যক্তিগত বিকাশকে উৎসাহিত করার জন্য অতি যত্নসহকারে পরিকল্পিত হয়েছিল, যা বিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ এবং সহ-পাঠ্যক্রমিক অংশগ্রহণের মধ্যে ভারসাম্যের উপর গুরুত্বারোপকে তুলে ধরে।
সামার ক্যাম্পে উৎসাহী শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং এটি এমন এক প্রাণবন্ত কার্যক্রমের সমন্বয়ে গঠিত ছিল যা সামাজিক, শৈল্পিক, শারীরিক এবং শিক্ষামূলক দক্ষতা উন্নয়নে সহায়তা করে। উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে ছিল বেস্ট আউট অফ ওয়েস্ট কারুশিল্প, ওয়াটার প্লে ও পুল যোগা, গল্প বলা ও আঁকা, সৃজনশীল কর্মশালা এবং আউটডোর শারীরিক খেলা। প্রতিটি কার্যক্রম দলগত কাজ, আত্ম-প্রকাশ এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে উৎসাহিত করেছিল একটি আনন্দময় শিক্ষার পরিবেশে।
ক্যাম্পটি মে মাসের শেষ সপ্তাহে একটি বৃহৎ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়, যেখানে মোট ২১০ জন শিশু অংশগ্রহণ করে, যারা গ্রুপ A, B, এবং C তে (বয়স ২ থেকে ১২ বছর) ভাগ করা হয়েছিল। এই অনুষ্ঠানটি প্রতিভা ও অভিব্যক্তির এক উৎসবে রূপ নেয়, যেখানে জ্যোতির্ময় পাবলিক স্কুলের পাশাপাশি বিভিন্ন আর্ট স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেয়। এটি একটি উৎসবমুখর প্ল্যাটফর্ম হয়ে ওঠে, যেখানে সৃজনশীলতা বিকশিত হয় এবং শিশুরা তাদের কল্পনাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে সক্ষম হয়।
আর্ট ফেস্ট-এর পাশাপাশি একটি বসে আঁকো প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়, যেখানে ১৮৫ জন অংশগ্রহণকারী ছিল। পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোর চিত্রশিল্প শিক্ষকদের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শিশুদের কল্পনাশক্তিকে উন্মুক্ত করে তোলার জন্য থিম-ভিত্তিক অঙ্কনের মাধ্যমে তাদের উৎসাহিত করা হয়। প্রতিটি গ্রুপ থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং প্রতিটি অংশগ্রহণকারীকে একটি অংশগ্রহণ সনদ প্রদান করা হয়, যাতে একটি অন্তর্ভুক্তিমূলক ও আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত হয়।
সমাবেশে ভাষণ প্রদানকালে, ড. পার্থসারথি গাঙ্গুলি, জ্যোতির্ময় পাবলিক স্কুলের পরিচালনা কমিটির সভাপতি এবং জ্যোতির্ময় এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (JEWF)-এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও সভাপতি, প্রতিষ্ঠানের লক্ষ্য নিয়ে মত প্রকাশ করেন। ড. গাঙ্গুলি বলেন: “গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নতি ঘটে তখনই, যখন মানুষ শিক্ষার মাধ্যমে বুঝতে শেখে কী তাদের পক্ষে মঙ্গলজনক।”
জ্যোতির্ময় পাবলিক স্কুল সর্বাঙ্গীন শিক্ষার প্রতি তাদের প্রতিশ্রুতি অটুট রেখে চলেছে, যেখানে একাডেমিক উৎকর্ষের পাশাপাশি অর্থবহ সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমেরও গুরুত্ব রয়েছে। এই অনুষ্ঠানগুলোর সফল সমাপ্তি প্রমাণ করে যে, বিদ্যালয়টি সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং সামগ্রিক ছাত্র বিকাশে নিবেদিত। শ্রেণিকক্ষের বাইরের কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে, প্রতিষ্ঠানটি এমন সুসংগঠিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে, যারা পরিবর্তনশীল জগতে গঠনমূলক ভূমিকা পালন করতে সক্ষম হবে।
জ্যোতির্ময় পাবলিক স্কুল পার্ক সার্কাসে শিক্ষার সঙ্গে শিল্প ও খেলাধুলার মেলবন্ধনে এক বর্ণময় উদ্যাপন….।

More from ArtMore posts in Art »
- রাজপুর সোনারপুর পুরসভার ১৫০ তম বর্ষ পূর্তি উপলক্ষে ২১ নম্বর ওয়ার্ডে অঙ্কন প্রতিযোগিতা….।
- Global Impressions: 3rd Print Biennale India 2026 Announced….
- আইসিসিআর এ ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে ৮ম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা….।
- STUDENTS ANNUAL EXHIBITION – PARAMPARA. 160TH YEAR. GOVT. COLLEGE OF ART & CRAFT. CALCUTTA….
- Senco Gold & Diamonds supported Gallery Gold showcase its 9th Edition of ‘Strokes & Strikes’-Painting Exhibition to promote budding artists….
- ওড়িয়া শিল্পী চন্দন নায়কের একক শিল্প প্রদর্শনী…।
More from CultureMore posts in Culture »
- কতো প্রতিভা সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে আমি সাধ্যমতো তাদের একটা প্ল্যাটফর্ম দেবার চেষ্টা করি- প্রবীর রায়…।
- চতুর্থ বর্ষে রেডওয়াইন বঙ্গনারী সম্মান-২০২৫…।
- ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে শ্রীপদ্মনাভ গোস্বামীর সংগ্রহ দুর্লভ পাণ্ডুলিপি সংরক্ষণ….।
- নন্দন প্রেক্ষাগৃহে সারলা সাহিত্য সংসদের কলকাতা সারস্বত উৎসব….।
- সাগরদিঘীতে রক্তযোদ্ধার জন্মদিনে ১০৫ জন রক্তদাতা স্বেচ্ছা রক্তদানকর্মসূচিতে অংশ নিলেন…..।
- Diksha Manjari’s latest dance drama Shyama enthralls senior citizens of Pronam….
More from EducationMore posts in Education »
- Hon’ble Governor of Assam, graces the ICSI’s 26th National Conference of Practicing Company Secretaries in Guwahati….
- West Bengal Students Shine in NEET UG 2025 with Stellar Performance from Aakash Institute….
- Aditya Academy Secondary, Barasat Offers a Safe and Enriching Hostel Life for Young Learners….
- Management Development Institute (MDI) and The Institute of Leadership, Entrepreneurship, and Development (iLEAD) Sign Memorandum of Understanding…..
- Techno India University Hosts Global Summit on “Wealth from the Blue: Opportunities and Challenges” on World Environment Day 2025….
- UDAAN 2025 Annual Felicitation Programme organised by Aakash Institute, Kolkata….
More from InternationalMore posts in International »
- ভালোবাসায় মোড়া সকাল – রাজিকা মজুমদার….।
- প্রফুল্ল রায়ের উপন্যাসগুলো চিরকালের জন্য অনবদ্য হয়ে মানুষের মনে রয়ে যাবে….।
- কতো প্রতিভা সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে আমি সাধ্যমতো তাদের একটা প্ল্যাটফর্ম দেবার চেষ্টা করি- প্রবীর রায়…।
- কলকাতায় ডিসান হাসপাতাল ও ব্যাঙ্গালোরের BMI-র উদ্যোগে পূর্ব ভারতে প্রথমবারের মতো চালু হলো ABA ভিত্তিক অটিজম থেরাপি…।
- পাঁচ রাজ্যের প্রতিযোগী শাহেনশা ই হিন্দুস্থানে….।
- চতুর্থ বর্ষে রেডওয়াইন বঙ্গনারী সম্মান-২০২৫…।
Be First to Comment