গোপাল দেবনাথ : কুলতলি, ১২ আগস্ট, ২০২৪। বিশ্বজুড়ে হিন্দু পরিবার ভোলেবাবা অর্থাৎ শিব ঠাকুরের আরাধনা করে থাকে। শিবরাত্রি এবং নীলষষ্ঠী ছাড়াও ভোলে বাবার জন্মমাস বিশেষভাবে উল্লেখ করতে হয়। এই মাসে বাবার ভক্তরা সারা দেশজুড়ে বাঁক কাঁধে নিয়ে বাবার মাথায় জল ঢেলে পরিবারের সুখ সমৃদ্ধি প্রার্থনা করে। এই বছর শ্রাবন মাসে হিন্দু বাঙালিরা চারটি সোমবার নিরামিষ খাবার খেয়ে বাবার আরাধনা করে এবং বাবার মাথায় জল ঢেলে পূজার্চনা করেছে। আজ শ্রাবনের শেষ সোমবার অন্যান্য মন্দিরের সাথে জ্বলাভিষেক সম্পন্ন হল ভোলে (শিব) বাবার কুলতলি,জামতলার বলতলা মন্দিরে।
এদিন মহাসমারোহে কুলতলি থানার সকল পুলিশ কর্মী ও অধিকারীকদের পূর্ণ সহযোগিতায় কৈখালী থেকে কালীবাড়ি ময়দা পর্যন্ত লক্ষ লক্ষ পুন্যার্থী জ্বলাভিষেকে অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের ভক্তি সহ এই উচ্ছাস সকলের নজরকেড়েছে।
Be First to Comment