মোল্লা জসিমউদ্দিন : বর্ধমান, ২৮ জানুয়ারি ২০২২। জেটেকান সিতো-রিউ ক্যারাটে-দো অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার পরিচালনায় ২৩ তম বঙ্গভূমি কাপ ২০২২ গত ১৬ই জানুয়ারী আয়োজিত হল। এই আন্তর্জাতিক প্রতিযোগীতায় ভারত সহ বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ইরাক, ফিলিপিন্স, মরক্কো, নাইজেরিয়া, সুইডেন, উজবেকিস্তান, সাউথ আফ্রিকা এবং পাকিস্তান – মোট ১২ টি দেশ থেকে ৬২৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অনলাইন এই প্রতিযোগীতায় ভারত প্রথম স্থান অর্জন করে। ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানশি প্রেমজিত সেন প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগীতাটির উদ্বোধন করেন।
পূর্ব বর্ধমান সেইসিনকেই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশনের সভাপতি শিহান দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন যে এই অনলাইন প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৮ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ৮ টি পদক (৫ টি সোনা এবং ৩ টি রুপো) জয়লাভ করে ।
বিজেতাদের নাম নীচে দেওয়া হল।
১. লগ্নজিতা খাঁ – সোনা – ৭ বছরের মহিলা কাতা বিভাগ
২. বৈদ্যুতি মন্ডল – সোনা – ৮ বছরের মহিলা কাতা বিভাগ
৩. সৌতিক মন্ডল – সোনা – ৯ বছরের পুরুষ কাতা বিভাগ
৪. শ্রেয়সী ঘোষ – সোনা – ১২ বছরের মহিলা কাতা বিভাগ
৫. শ্রুতি বীর – সোনা – ১৬-১৭ বছরের মহিলা কাতা বিভাগ
৬. অয়ন্তিকা সাহা – রুপো – ৬ বছরের মহিলা কাতা বিভাগ
৭. সম্বুদ্ধা বাগচি – রুপো – ৮ বছরের মহিলা কাতা বিভাগ
৮. অদিত্রি সামন্ত – রুপো – ৯ বছরের মহিলা কাতা বিভাগ
দেবাশিসবাবু আরও জানান যে, এই প্রতিযোগীতাটি প্রথমে অফলাইনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে উদ্যোক্তারা অনলাইনে করার সিদ্ধান্ত নেন। আন্তর্জাতিক মানের এই অনলাইন ক্যারাটে প্রতিযোগিতায় পদকলাভ করে সকলে খুব খুশি।
Be First to Comment