আশীষ চ্যাটার্জি : ৩১ মার্চ ২০২২। জিটিজিয়েস এর পরিচালনায় “বেঙ্গল ওপেন ২০২২ – ইন্টারন্যাশানাল ফিমেল ক্যারাটে চ্যম্পিয়নশিপ” গত রবিবার ২৭শে মার্চ কলকাতার দমদম এস্টেটে আয়োজিত হলো। এই ক্যারাটে প্রতিযোগীতায় এই দেশের বিভিন্ন রাজ্য সহ ইরান, পাকিস্তান, কানাডা, পর্তুগাল, জাপান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
পূর্ব বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমী’র টেকনিক্যাল ডিরেক্টর এবং চিফ কোচ শিহান দেবাশীষ কুমার মন্ডল সাংবাদিকদের জানালেন, এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৩ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ৬ টি পদক (৩ টি সোনা, ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ পুরস্কার জিতে নেয়।
পাঠকদের জন্য বিজেতাদের নাম নীচে দেওয়া হল।
১. লগ্নজিতা খাঁ – সোনা – ৮ বছরের মহিলা কাতা বিভাগ। – রুপো – ৮ বছরের মহিলা কুমিতে বিভাগ
২. শ্রেয়সী ঘোষ – সোনা – ১২ বছরের মহিলা কাতা বিভাগ। – রুপো – ১২ বছরের -৪০ কেজি মহিলা কুমিতে বিভাগ। ৩. সৃজা দাস – ব্রোন্জ – ঊর্ধ্ব ১৮ বছরের মহিলা কাতা বিভাগ। – সোনা – ঊর্ধ্ব ১৮ বছরের -৫০ কেজি মহিলা কুমিতে বিভাগ।
দেবাশিসবাবু আরও জানান যে, কোভিড পরিস্থিতির পর এই অফলাইন ক্যারাটে প্রতিযোগিতায় পদকলাভ করে সকলে খুব খুশি।
Be First to Comment