পৃথিবীর বৃহত্তম পরিবার
বাবলু ভট্টাচার্য : ৩৯ জন স্ত্রী, ৯৪টি সন্তান, ৩৩ জন নাতিপুতি নিয়ে মিজোরামের জিওনা চানা পৃথিবীর বৃহত্তম পরিবারের অধিকারী। চানা একসময় বছরে দশজনকেও বিবাহ করেছেন৷
বিরাট চারতলা বাড়িতে ধর্মশালার প্যাটার্নে এই বৃহৎ পরিবারের লোকজন বসবাস করেন। স্ত্রীরা পালা করে চানাকে সঙ্গ দেন।
চানার পূর্বপুরুষদের মধ্যেও বহুবিবাহ প্রচলিত ছিল। দরিদ্র মেয়েদের ভরণপোষণের দায়িত্ব নিয়ে তাদের নতুন জীবন উপহার দেন চানা– এমন মত পরিবারের সদস্যদেরই।
Be First to Comment