মোল্লা জসিমউদ্দিন : ৬ জুলাই ২০২১। গতকাল দুপুরে ছিল বম্বে হাইকোর্টে জামিনের আবেদন নিয়ে শুনানি। শুনানির আগেই মারা গেলেন মাওবাদে যোগসাজশে অভিযুক্ত স্ট্যান স্বামী। এই মৃত্যু সংবাদ এদিন বম্বে হাইকোর্টে দেন আবেদনকারীর আইনজীবী মিহির দেশাই। এজলাস পুরো থমথমে হয়ে যায় এহেন মৃত্যু সংবাদে। আদালত সূত্রে প্রকাশ, এলগার পরিষদ – মাওবাদী যোগ মামলায় অভিযুক্ত স্ট্যান স্বামী একজন মানবাধিকার সংগঠনের সংগঠক হিসাবে পরিচিত ছিলেন। ৮৪ বছরের এই ব্যক্তির শারীরিক অসুস্থতার জেরে হাইকোর্ট তাঁকে তালোজা সেন্টাল জেল থেকে হোলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসার জন্য আনার নির্দেশ দিয়েছিল। তবে শ্বাসকষ্ট জনিত কারণে আইসিইউতে তাঁকে রাখা হয়েছিল। পরে ভেল্টিলেশন সাপোর্ট করে রাখা হয়।মানবিক এবং শারীরিক অসুস্থতার জন্য বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন এই স্ট্যান স্বামী। তবে এই মামলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ বরাবরই জামিনের বিরোধিতা করে থাকে। গতমাসে হলফনামা জমা দিয়েও কড়া বিরোধিতা করে ছিল তারা। উল্লেখ্য, গত বছর ৮ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন স্ট্যান স্বামী। আজ ছিল বম্বে হাইকোর্টে জামিনের শুনানি। সকাল বেলায় পিটিশন টি দাখিল হয়েছিল। দুপুরে ছিল আদালতে শুনানি। তার আগেই মারা গেলেন এই অভিযুক্ত। সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী বৈদূর্য ঘোষাল জানান -” ইউপিএ এর ৪৩ ডি (৫) ধারাটি মৌলিক অধিকারের ক্ষেত্রে অনেকটাই প্রতিবন্ধকতা তৈরি করে থাকে। “
জামিনের শুনানির আগেই মৃত্যু ইউপিএ অভিযুক্ত স্ট্যান স্বামী…..।
More from GeneralMore posts in General »
- তথ্য বিকৃতির বিদেশি হস্তক্ষেপের বিষয় আলোচনা সভা…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’….।
- The Institute of Chartered Accountants of India (ICAI) hosts MSME Connect: ‘Stakeholders Strategic Meet 2025 and launches the ‘MSME Clinic Initiative’…..
- TV9 বাংলার নিউজ সিরিজে ‘বাংলায় SIR’….।
- হরিদ্বার গঙ্গা ও গঙ্গারতি…বিষ্ণুর বাহন গরুড় অমৃত কলসী নিয়ে যাওয়ার সময় কিছুটা অমৃত পড়েছিল বলে এখানে হয় কুম্ভমেলা…. ৷
- ১৯৪৩ সালের ২১শে অক্টোবর সিঙ্গাপুর শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম স্বাধীন সরকার…।






Be First to Comment