মোল্লা জসিমউদ্দিন : ৬ জুলাই ২০২১। গতকাল দুপুরে ছিল বম্বে হাইকোর্টে জামিনের আবেদন নিয়ে শুনানি। শুনানির আগেই মারা গেলেন মাওবাদে যোগসাজশে অভিযুক্ত স্ট্যান স্বামী। এই মৃত্যু সংবাদ এদিন বম্বে হাইকোর্টে দেন আবেদনকারীর আইনজীবী মিহির দেশাই। এজলাস পুরো থমথমে হয়ে যায় এহেন মৃত্যু সংবাদে। আদালত সূত্রে প্রকাশ, এলগার পরিষদ – মাওবাদী যোগ মামলায় অভিযুক্ত স্ট্যান স্বামী একজন মানবাধিকার সংগঠনের সংগঠক হিসাবে পরিচিত ছিলেন। ৮৪ বছরের এই ব্যক্তির শারীরিক অসুস্থতার জেরে হাইকোর্ট তাঁকে তালোজা সেন্টাল জেল থেকে হোলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসার জন্য আনার নির্দেশ দিয়েছিল। তবে শ্বাসকষ্ট জনিত কারণে আইসিইউতে তাঁকে রাখা হয়েছিল। পরে ভেল্টিলেশন সাপোর্ট করে রাখা হয়।মানবিক এবং শারীরিক অসুস্থতার জন্য বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন এই স্ট্যান স্বামী। তবে এই মামলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ বরাবরই জামিনের বিরোধিতা করে থাকে। গতমাসে হলফনামা জমা দিয়েও কড়া বিরোধিতা করে ছিল তারা। উল্লেখ্য, গত বছর ৮ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন স্ট্যান স্বামী। আজ ছিল বম্বে হাইকোর্টে জামিনের শুনানি। সকাল বেলায় পিটিশন টি দাখিল হয়েছিল। দুপুরে ছিল আদালতে শুনানি। তার আগেই মারা গেলেন এই অভিযুক্ত। সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী বৈদূর্য ঘোষাল জানান -” ইউপিএ এর ৪৩ ডি (৫) ধারাটি মৌলিক অধিকারের ক্ষেত্রে অনেকটাই প্রতিবন্ধকতা তৈরি করে থাকে। “
জামিনের শুনানির আগেই মৃত্যু ইউপিএ অভিযুক্ত স্ট্যান স্বামী…..।
More from GeneralMore posts in General »
- মোহনবাগানের নির্বাচনের দিন ঘোষণা হবে আগামী শনিবার….।
- What is PCOS? A Comprehensive Guide to Understanding Polycystic Ovary Syndrome….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘পায়ে পড়ি বাঘ মামা!’….।
- আমহার্স্ট স্ট্রিট থানার উদ্যোগে ১২১১ তম রক্তদান শিবিরে সাধারণ মানুষের বাঁধ ভাঙা উচ্ছাস….।
- একাদশ বার্ষিকী শ্রী চৈতন্য জন্মোৎসব ও মেলা….।
- ১০ তম প্রণব রথ ও হর গুরু শঙ্কর শিব শম্ভুর শতবর্ষ পালন….।
Be First to Comment