Press "Enter" to skip to content

জানুয়ারি মাসে আয়োজিত হতে চলেছে পঞ্চম পর্বের ‘হাউজএট সিক্স’….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১২ অগস্ট ২০২৪।  পশ্চিমবঙ্গে কর্মরত শিল্পী, তাঁদের পরিবার ও সন্তানসন্ততিদের ক্রীড়া নৈপুণ্যকে সকলের সামনে তুলে ধরার লক্ষ্যে আগামী ৪ জানুয়ারি পশ্চিমবঙ্গের বুকে আয়োজিত হতে চলেছে পঞ্চম পর্বের ‘হাউজএট সিক্স’ নামাঙ্কিত মিশ্র লিঙ্গ-র এক ক্রিকেট প্রতিযোগিতা।

‘হাউজএট সিক্স’ পরিচালনা পরিষদ-এর অধ্যক্ষ দীপ চট্টোপাধ্যায়  রবিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “হাউজএট সিক্স ক্রীড়া শৃঙ্খলার খেলাগুলো হবে ছয় ওভারের। ১৮ বছর ও তদুর্দ্ধের মোট ৬ টা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতি দলের হয়ে মাঠে নামবেন ৮ জন করে খেলোয়াড়।”

‘হাউজএট সিক্স’-এর পঞ্চম পর্ব-র লোগো উন্মোচন পর্বে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার ও পাঞ্চালি মুন্সী সহ মার্গ সঙ্গীতের অন্যতমা শিল্পী রাখী দত্ত দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে ‘হাউজএট সিক্স’-এর পঞ্চম পর্ব-র অধ্যক্ষ ওয়ার্কো রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ” এই পর্বের ক্রীড়া প্রতিযোগিতা কোথায় হবে সেটা এখনো ঠিক হয় নি।” তবে যথা সময়ে মিডিয়া কে জানিয়ে দেওয়া হবে।

More from InternationalMore posts in International »
More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.