চলে গেলেন অভিনেতা অরুণ গুহঠাকুরতা
বাবলু ভট্টাচার্য : টলিউড বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা অরুণ গুহঠাকুরতা মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় টলিপাড়ার এই প্রবীণ অভিনেতার। টলিউডে বাংলা সিনেমার এই অভিনেতা, সহকারী পরিচালক তথা টেকনিশিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে লড়াই থেমে গেল হাসপাতালেই।
বুদ্ধদেব দাশগুপ্ত থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। কৌশিকের ‘সিনেমাওয়ালা’, ‘বিসর্জন’, ‘জ্যেষ্ঠপুত্র’-র মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কাজ করেছিলেন সুমন মুখোপাধ্যায়ের ‘বসু পরিবার’-এ, শৈবাল মিত্রের ছবিতেও।
দীর্ঘদিন বু্দ্ধদেব দাশগুপ্তের সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন অরুণ গুহঠাকুরতা। ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘কালপুরুষ’ যার অন্যতম।
তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
Be First to Comment