গোপাল দেবনাথ : কলকাতা, ২৪ এপ্রিল, ২০২১। আজ সন্ধ্যায় মধ্য কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিট এ প্রয়াত জনপ্রিয় চিত্র সাংবাদিক রনি রায়ের প্রথম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী কুনাল ঘোষ, শ্রী অরুণ হাজরা, শ্রী প্রিয়াল চৌধুরী ,শ্রী প্রবন্ধ রায়, শ্রী সোমনাথ বিশ্বাস ও রনি রায়ের পরিবারের সদস্যরা। উল্লেখ করা যেতে পারে গত বছর সকলের প্রিয় রনি করোনা অতিমারীর কাছে পরাজিত হয়ে পরলোক গমন করেন। এই সভায় রাজ্যসভার প্রাক্তন সাংসদ শ্রী কুনাল ঘোষ তার বক্তব্যে রনির সঙ্গে তার গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন, শ্রী প্রিয়াল চৌধুরী, অরুণ হাজরা ও শ্রী প্রবন্ধ রায় তাদের বক্তব্য রেখে রনির ছবিতে পুস্পার্ঘ অর্পন করেন।
সমগ্ৰ অনুষ্ঠানটি করোনা অতিমারী বিধি মেনে শান্তনু দত্ত ও কমলেশ সাউ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
Be First to Comment