মাছের শরীরে অস্ত্রোপচার
বাবলু ভট্টাচার্য : লাল টুকটুকে ছোট্ট একটি মাছ। ইঞ্চিখানেক দৈর্ঘ্য। ওজনও এক গ্রামের আশপাশে। নাম মলি। এক মৎস্যপ্রেমিকের অ্যাকুরিয়ামে সাঁতার কাটতে কাটতে রুটিন করে দেওয়া খাবারে দিনগুলো বেশ কাটছিল তার। কিন্তু দিনকয়েক আগে মলি মাছটির পাকস্থলীতে ধরা পড়ে এক রোগ। দিন দিন স্বাভাবিকের তুলনায় বড় হচ্ছিল তার পাকস্থলী। প্রিয় মাছের এমন অসুখে চিন্তায় পড়লেন মালিক। খোঁজ করলেন স্থানীয় পশু হাসতাপালে। চিকিৎসকদের পরামর্শে সেখানে ভর্তি করালেন মাছটিকে। কেটে ফেলে দেওয়া হলো তার পাকস্থলীর বাড়তি অংশ। অস্ত্রোপচারের পরে মাছটি আবার সেই অ্যাকুরিয়ামে সাঁতার কেটে বেড়াচ্ছে। স্কাই নিউজের খবরে বলা হয়েছে, ছোট্ট মলি মাছটির শরীরের বিরল ও ‘অলৌকিক’ অস্ত্রোপচারের ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের হাইক্রফ্ট ভেট নামের পশু হাসপাতালে। সেখানকার চিকিৎসক সোনিয়া মাইলস ও নার্স লরা ওয়ারেন মিলে অস্ত্রোপচার করেন মলি মাছের শরীরে। তার আগে অবশ্য বড় স্তন্যপায়ী প্রাণীর মতোই তাকে অচেতন করে নেওয়া হয়। তারপর অপারেশন টেবিলে নেওয়া হয় তাকে। টানা ৪০ মিনিটের চেষ্টায় সফল হয় তার অস্ত্রোপচার। সোনিয়া মাইলস জানান, এই অস্ত্রোপচারের ১০০ ইউরো খরচ করেছেন মাছটির মালিক। সোনিয়া বলেন, মাছটিকে অচেতন করাই ছিল সবচেয়ে জটিল কাজ। তার শরীর এতোই ছোট যে ইঞ্জেকশন দেওয়ার উপায় ছিল না। তাই তার শরীরে চেতনানাশক ঢেলে অচেতন করা হয়। তারপরই সাবধানে কেটে ফেলা হয় তার পাকস্থলীর বাড়তি অংশ।
এই ঘটনাকে অলৌকিক আখ্যা দিয়ে সোনিয়া জানান, জীবনে কখনো এত ক্ষুদ্রাকৃতির কোনো প্রাণীর অস্ত্রোপচার করেননি তিনি।
Be First to Comment