গোপাল দেবনাথ : কলকাতা, ১৯ জুলাই, ২০২০। সকলের প্রিয় ডাক্তার ও বিশিষ্ট লেখক মনীশ প্রধান চিরতরে চলে গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। ডাক্তার মনীশ প্রধান কে আমি দীর্ঘ বছর ধরে খুবই কাছ থেকে দেখেছি। প্রতিনিয়ত ‘প্রসাদ’ মাসিক পত্রিকার অফিসে যেতেন ঝা চকচকে পোশাক পড়ে। মুখে সদা হাসি লেগে থাকতো। ডাঃ প্রধান দীর্ঘদিন ধরে দে’জ পাবলিশিং এর সাথে আন্তরিক সম্পর্ক ছিল। ডাঃ মনীশ প্রধান এর মৃত্যু প্রসঙ্গে দে’জ পাবলিশিং এর কর্ণধার সুধাংশু শেখর দে জানালেন, ডাঃ মনীশ প্রধানের প্রয়াণে আমরা গভীরভাবে শোকস্তব্ধ। আমাদের প্রকাশনার সঙ্গে ছিল তাঁর নিবিড় সম্পর্ক। ডাঃ মনীশ প্রধান (১৯২৪-২০২০) এমবি পাশ ১৯৪৭। এর পরে দুবছর সরকারি চাকরি। ১৯৫২ -৫৩ বিশ্ববিদ্যালয় থেকে টি – ডি – ডি পাশ। ১৯৫৭ সালে আর জি কর মেডিকেল কলেজে ক্লিনিকাল টিউটর পদে যােগ দিয়ে ১৯৭৬ সালে বিশ্ববিদ্যালয় থেকে এম ডি পাশ। ১৯৮৪ সালের ৩১ ডিসেম্বর বিভাগীয় প্রধান শিক্ষক – চিকিৎসক পদ থেকে অবসর । ছিলেন আই এম এ কলকাতা শাখার সভাপতি, কেন্দ্রীয় আই এম এ – র সহ – সভাপতি । কলকাতা মেডিকেল ক্লাবের সভাপতি ও মেডিকেল জার্নালের সম্পাদক । এশিয়াটিক সােসাইটির তিন বছর মেডিকেল সেক্রেটারি ও এক বছর সহ সভাপতি ছিলেন।
বেঙ্গল টি বি অ্যাসােসিয়েশনের সম্পাদক ও জার্নালের সম্পাদক। বহু পত্রিকায় চিকিৎসা বিষয়ে ইংরেজি ও বাংলায় প্রবন্ধ প্রকাশ। চিকিৎসা বিষয়ে বাংলায় হার্টের অসুখ, এডস – ওকামাস স্বাসকষ্ট , পরিবেশ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে তাঁর বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর লেখা কয়েকটি গল্প – উপন্যাসও প্রকাশিত। বহু সংগঠনের পুরস্কারে সম্মানিত। এশিয়াটিক সােসাইটি থেকে বার্কলে পুরস্কারে সম্মানিত এবং মেডিকেল ফ্যাকালটি থেকে মাননীয় ফেলােশিপে সম্মানিত।
তথ্য সহায়তা – শুভঙ্কর দে।
Be First to Comment